সুখেন্দু সরকার


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবারের বড় ম্যাচের আগে যেন অনেকটাই রিল্যাক্স মুডে মোহনবাগান। ফুরফুরে মেজাজে রয়েছেন কোচ খালিদ জামিলও। বড় ম্যাচের গুরুত্ব ভালো মতোই জানেন খালিদ। ইস্টবেঙ্গল কোচ হিসেবে ডার্বিতে ডাগআউটে জয়ের মুখ দেখেন নি। এবার ডার্বিতে মোহনবাগান ডাগআউটে সেই হিসেবটাই উল্টে দিতে চান। মিতভাষী খালিদ মুখে সেসব না বললেও দলকে চাঙ্গা রাখতে কোনও রকম চাপ দিতে চান না। নিজেও রয়েছেন একেবারে চাপমুক্ত। আই লিগের প্রথম ডার্বিতে শঙ্করলাল চক্রবর্তীর কোচিংয়ে ৩-২ ব্যবধানে হেরেছিল মোহনবাগান। ফিরতি ডার্বি তাই প্রতিশোধের ম্যাচ সবুজ-মেরুনের। তবে ব্যক্তিগত কোনও টার্গেট নেই খালিদের।  


আরও পড়ুন - ডার্বিতে সোনিদের আটকাতে তৈরি জনি, ফুটবলারদের ফোকাস ঠিক রাখতেই ক্লোজড-ডোর অনুশীলন ইস্টবেঙ্গলের


১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে আই লিগের পয়েন্ট টেবিলে ছয় নম্বরে মোহনবাগান। দুই ম্যাচ আগে দায়িত্ব নিয়েই মোহনবাগানকে জয়ের রাস্তায় ফিরিয়ে এনেছেন কোচ খালিদ জামিল।  বড় ম্যাচের আগে আই লিগ জয়ী কোচ বলছেন, "আমাদের কোনও সমস্যা নেই। ওরা (ইস্টবেঙ্গল)ভালো দল। ওদের ডিফেন্স, অ্যাটাক, মিডফিল্ড সবই ভালো। আমরা প্রতিটা বল ধরার জন্য ঝাঁপাব। দলের প্রত্যেকেই পরিশ্রম করছে।" ভবিষ্যদ্বাণীতে বিশ্বাস করেন না 'তুকতাকে' বিশ্বাসী খালিদ। বলছেন, " ফুটবলে প্রেডিকশন বলে কিছু হয় না। নিজেদের সেরাটা দিতে পারলেই, ইতিবাচক ফলাফল আসবে।"


আরও পড়ুন - বড় ম্যাচে বড় উদ্যোগ বাগানের: একশো অনাথ রবিবার ডার্বি দেখবে যুবভারতীতে


নেরোকার বিরুদ্ধে জেতার পর প্রায় দিন পনেরো হাতে সময় পেয়েছেন দলটাকে তৈরি করতে। চোট সারিয়ে সুস্থ ওমর, পিন্টু মাহাতো। তবে ডার্বিতে চোট সমস্যায় নেই সৌরভ দাস এবং সুখদেব সিং। বাকিরা তৈরি মাঠে নামার জন্য। কোলাডো, ডোভালেদের আটকাতে ছক তৈরি করে ফেলেছেন খালিদ। আলাদা করে সেট পিস মুভমেন্টে জোর দিয়েছেন। নিজের রক্ষণ সামলে আক্রমণের পরিকল্পনা মোহনবাগান কোচের। আর সেখানেই তাঁর তুরুপের তাস হতে পারেন সোনি নর্দি। ডিসেম্বরের ডার্বিতে ছিলেন না সোনি। ২০১৭ সালের ৩ ডিসেম্বর শেষ ডার্বি খেলেছিলেন সোনি। তারপর আবার রবিবার মাঠে নামার জন্য মুখিয়ে আছেন। বাড়তি মোটিভেশন তাই কাজ করছে। হাইতিয়ান ম্যাজিশিয়ানও দলকে তাতাচ্ছেন নিজের মতো করে। লিগ জয়ের অঙ্ক না কষে প্রতিশোধের ডার্বিতে নিঃশব্দ বিপ্লবের আঁচ পাওয়া যাচ্ছে বাগান শিবিরে। রিল্যাক্স মুডের আড়ালেই যেন প্রতিশোধের ধিকি ধিকি আগুন জ্বলছে অন্দরমহলে।