জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রীতম কোটাল (Pritam Kotal)। শুধু বাংলারই নন, দেশেরও গর্ব। জাতীয় দলের নক্ষত্র ডিফেন্ডার তিনি। সদ্যই দেশের জার্সিতে ৫০ ম্যাচ খেলেছেন সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিরুদ্ধে। প্রীতমের হৃদয় জুড়ে মোহনবাগান (Mohun Bagan)। তবে বাগান ছেড়ে ভিন শহরে পাড়ি দিচ্ছেন ক্যাপ্টেন কোটাল। আগামী আইএসএলে প্রীতমের গায়ে আর থাকবে না গঙ্গাপাড়ের শতাব্দী প্রাচীন ক্লাবের জার্সি। মেরিনার্স থেকে এখন প্রীতম টাস্টার্স! ২৯ বছরের উত্তরপাড়ার ফুটবলারের পরের স্টেশন কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters FC)। দেখতে গেলে ২০১৩-২৩ পর্যন্ত মোহনবাগানে খেলেছেন প্রীতম। মাঝে অন্য ক্লাবে অল্প সময়ের জন্য গিয়েছিলেন তিনি। বাগান ছেড়ে  আবেগি প্রীতম। সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করলেন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Pritam Kotal: সুনীল-স্টিমাচদের নিয়ে ফেসবুক পোস্ট! কেন আবেগি হয়ে পড়লেন উত্তরপাড়ার ছেলে?