নিজস্ব প্রতিবেদন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের  (Border-Gavaskar Trophy) প্রথম টেস্টে লজ্জাজনক হার। এমনকী এক ইনিংসে সর্বনিম্ন স্কোরের লজ্জার ইতিহাস লিখেছে বিরাট কোহলির টিম। অ্যাডিলেডে দুই ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থ ওপেনার পৃথ্বী শ (Prithvi Shaw)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রথম ইনিংসে রানের খাতা খুলতে পারেননি। আর দ্বিতীয় ইনিংসে ৪ রান করেন পৃথ্বী শ (Prithvi Shaw)। দুই ইনিংসেই বোল্ড হয়েছেন। ব্যাট-প্যাডের মধ্যে যে ফাঁক থেকে যাচ্ছে সেটা বার বার ধরা পড়ে যাচ্ছে । একে ব্যাট হাতে রান নেই সেই সঙ্গে গুরুত্বপূর্ণ সময়ে সহজ ক্যাচ ফসকে আরও সমালোচনায় বিদ্ধ হয়েছেন পৃথ্বী শ (Prithvi Shaw)।


আরও পড়ুন- Boxing Day Test: চমক! ম্যাচের সেরা ক্রিকেটার পাবেন বিশেষ পুরস্কার


বারংবার একইভাবে সুইংয়ে পরাস্ত হয়ে পৃথ্বীর আউট হওয়ার ধরণ দেখে প্রশ্ন উঠে গেছে তাঁর টেকনিক নিয়ে। ইতিমধ্যেই পৃথ্বী শ (Prithvi Shaw) বাদ দিয়ে (Shubhman Gill) নাম ওপেনার হিসেবে জোরালো হচ্ছে। ব্যাটে রান নেই। তাই সমালোচনার জবাব দিতে সোশ্যাল মিডিয়াকেই হাতিয়ার করলেন পৃথ্বী শ (Prithvi Shaw)।



ইনস্টাগ্রামে পৃথ্বী শ (Prithvi Shaw) লিখেছেন, "মাঝে মাঝে এরকম হয়। আমি কিছু একটা করতে চাই। কিন্তু মানুষজন একদমই আমাকে উদ্বুদ্ধ করছে না। এর অর্থ একটাই, কাজটা আমি করতে পারি, ওরা পারে না।"



আরও পড়ুন - ISL 2020-21: ডেভিডের গোলে Bengaluru FC-র অপরাজিত দৌড় থামাল ATK Mohun Bagan