ISL 2020-21: ডেভিডের গোলে Bengaluru FC-র অপরাজিত দৌড় থামাল ATK Mohun Bagan
এফসি গোয়ার (FC Goa) পর বেঙ্গালুরু এফসি (Bengaluru FC) বধ। আইএসএলে পর পর দুই ম্যাচে জয় পেল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)।
নিজস্ব প্রতিবেদন: সোম সন্ধ্যায় ফতোরদা স্টেডিয়ামে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) বনাম বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)-র লড়াই জমে উঠেছিল। আর সেই লড়াইয়ে ডেভিড উইলিয়ামসের (David Williams) গোলে সুনীলদের অপরাজিত দৌড় থামিয়ে দিল হাবাসের সবুজ-মেরুন ব্রিগেড। এফসি গোয়ার (FC Goa) পর বেঙ্গালুরু এফসি (Bengaluru FC) বধ। আইএসএলে পর পর দুই ম্যাচে জয় পেল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)।
FULL-TIME | #ATKMBBFC
A second straight 1-0 win for @atkmohunbaganfc#HeroISL #LetsFootball pic.twitter.com/wzMn8pScGB
— Indian Super League (@IndSuperLeague) December 21, 2020
এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) বনাম বেঙ্গালুরু এফসি (Bengaluru FC) সেয়ানে-সেয়ানে লড়াই শুরু হয়। রয় কৃষ্ণা, মনবীর সিং, ডেভিড উইলিয়ামসরা বেঙ্গালুরু এফসি-র (Bengaluru FC)গোল মুখে যেমন আক্রমণ করেছে। তেমনই বেঙ্গালুরুরও এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) রক্ষণকে ব্যস্ত রাখে।
৩৩ মিনিটে কার্ল ম্যাকহিউজের (Carl McHugh) পাস থেকে ডেভিড উইলিয়ামসের (David Williams) গোলে এগিয়ে যায় এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। চলতি মরসুমে আইএসএলে প্রথম গোল করলেন উইলিয়ামস। প্রথমার্ধ শেষে স্কোর লাইন: এটিকে মোহনবাগান-১, বেঙ্গালুরু এফসি-০
HALF-TIME | #ATKMBBFC @willo_15's first in @atkmohunbaganfc colours is the difference in Fatorda so far!#HeroISL #LetsFootball pic.twitter.com/xXdPqPZuEf
— Indian Super League (@IndSuperLeague) December 21, 2020
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে ৫১ মিনিটে ডেভিড উইলিয়ামসের (David Williams) কাছে সুযোগ এসে যায় ২-০ করার। কিন্তু গোল হয়নি। ৭৩ মিনিটে সহজ সুযোগ হাতছাড়া করে বেঙ্গালুরু এফসি-র ক্লেইটন সিলভা (Cleiton Silva)। গোল শোধের মরিয়া চেষ্টা চালায় বেঙ্গালুরু (Bengaluru FC)। কিন্তু সমতা ফেরাতে ব্যর্থ কুয়াদ্রাতের ছেলেরা। ১-০ গোলে জিতে মাঠ ছাড়ল হাবাসের ছেলেরা।
৭ ম্যাচ শেষে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) পয়েন্ট ১৬। অন্যদিকে ৭ ম্যাচ শেষে বেঙ্গালুরু এফসি-র (Bengaluru FC) পয়েন্ট ১২। চলতি মরসুমে আইএসএলে প্রথম হারের মুখ দেখল সুনীলরা।
আরও পড়ুন- Messi পাননি, Ronaldo পেলেন; Golden Foot জিতে আবেগঘন বার্তা দিলেন CR7