India vs West Indies : অভিষেক টেস্টেই সেঞ্চুরি হাঁকালেন পৃথ্বী শ
মুম্বইয়ের স্কুল ক্রিকেটে একটা সময় রেকর্ড ৫৪৬ রান করেছিলেন পৃথ্বী।
নিজস্ব প্রতিনিধি : দেখে মনে হতে পারে, তিনি একদিনের ম্যাচে খেলতে নেমেছেন। অন্তত তাঁর খেলা বল ও রানের সংখ্যাটা সেটাই যেন ব্যাখ্যা করে যাচ্ছিল। আর তাঁর খেলার স্টাইল নিয়ে তো কথাই নেই। যেন প্রচণ্ড তাড়াহুড়োয় রয়েছেন। তবে এমন স্টাইলে খেলেই সফল পৃথ্বী শ। টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করে ফেললেন মুম্বইয়ের এই ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে ৯৯ বলে সেঞ্চুরি করেছেন পৃথ্বী (১৩৪)।
আরও পড়ুন- 'ফিনিশার' ধোনির ওপর আর ভরসা করা যাবে না, বললেন কুম্বলে!
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ থেকেই তিনি ভারতীয় দলের সঙ্গে সফররত ছিলেন পৃথ্বী। ভারতীয় ক্রিকেট সার্কিটে অনেকেই আশা করেছিলেন, ইংল্যান্ডের বিরুদ্ধেই অভিষেক হয়ে যাবে ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের ক্যাপ্টেনের। কিন্তু শেষমেশ কেএল রাহুলের উপরই ভরসা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। ফলে ব্রিটিশভূমে আর টেস্ট অভিষেক হয়নি পৃথ্বীর। এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টেই সেঞ্চুরি করে ফেললেন ১৮ বছর বয়সী পৃথ্বী শ।
আরও পড়ুন- ওপেনে সুযোগ পাচ্ছে সচিন ঘরানার ক্রিকেটার, অভিষেক হচ্ছে পৃথ্বির
মুম্বইয়ের স্কুল ক্রিকেটে একটা সময় রেকর্ড ৫৪৬ রান করেছিলেন পৃথ্বী। পরে হ্যারিস শিল্ডে তাঁর সেই রেকর্ড ভেঙেছিলেন প্রণব ধনওয়াড়ে। তিনি করেছিলেন ১০০৯ রান। তবে স্কুল ক্রিকেটে ওরকম রেকর্ড করে হইচই ফেলে দেওয়া পৃথ্বীকে বড় মঞ্চে খেলতে দেখার অপেক্ষায় ছিল ভারতীয় ক্রিকেটমহল।