নিজস্ব প্রতিবেদন : চলতি মরশুমে আই লিগে যুবভারতীতে পয়েন্ট নষ্টের মহড়া মোহনবাগানের। শেষ তিনটি ম্যাচের দুটিতে হার একটি ড্র। এ মরশুমে এখনও জয়ের মুখ দেখে নি তারা। তাই অনেকেই হয়তো ভেবেছিলেন ডার্বি হারের পর চাকরি যেতে পারে কোচ শঙ্করলাল চক্রবর্তীর। ঘন ঘন কোচ বদলের সেই ময়দানি রীতি নয়। আপাতত শঙ্করেই ভরসা রাখছেন বাগানের বর্তমান ম্যানেজমেন্ট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - মেসির হ্যাটট্রিকে লা লিগার শীর্ষে বার্সেলোনা


এদিকে সোমবার ভোরেই শহর ছাড়ে মোহনবাগান। মিনার্ভা ম্যাচ খেলতে চণ্ডীগড়ে পৌঁছে গিয়েছে মোহনবাগান। বুধবারই গতবারের আই লিগ চ্যাম্পিয়নদের বিরুদ্ধে মাঠে নামবে মোহনবাগান। কিন্তু মিনার্ভা ম্যাচের আগে সমস্যার পাহাড়ে শঙ্করলাল। চোটের জন্য নেই সোনি নর্দি। ডার্বিতে লাল কার্ড দেখে মিনার্ভা ম্যাচে নেই কিংসলে। সুখদেবের যা অবস্থা তাতে মাঠে নামার মতো অবস্থায় নেই। অফিস খেলতে গেছেন দলরাজ। ব্রিটোও গেছেন অফিস খেলতে। সব মিলিয়ে মিনার্ভার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে রক্ষণ সাজাতে হিমশিম খেতে হচ্ছে মোহনবাগান কোচ শঙ্করলালকে। রবিবাসরীয় ডার্বিতে হারের ধাক্কা কাটিয়ে আই লিগে ঘুরে দাঁড়াতে চাইছে মোহনবাগান। বড় ম্যাচে হারের পর সাংবাদিক সম্মেলনে বাগান কোচ শঙ্করলাল চক্রবর্তী বলেছিলেন," ১১ জনে যে খেলাটা খেলতে পারেনি, ১০ জনে তার চেয়ে ভাল ফুটবল খেলেছে।" ফুটবলারদের এই হার না মনোভাব ইতিবাচক ইঙ্গিত শঙ্করলাল চক্রবর্তীর কাছে। একটা জয়ই বদলে দিতে পারে এই অবস্থাটা মনে করছেন বাগান কোচ।