নিজস্ব প্রতিবেদন: করোনা পরবর্তী সময়ে এবার মাঠে ফিরতে চলেছে অস্ট্রেলিয়া। সেপ্টেম্বরের ৪ তারিখ থেকে শুরু হতে পারে অজিদের ইংল্যান্ড সফর! ইংল্যান্ডে গিয়ে তিনটে টি-টোয়েন্টি ম্যাচ আর তিনটে একদিনের ম্যাচ খেলবেন ডেভিড ওয়ার্নার- স্টিভ স্মিথরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


জৈব সুরক্ষা পরিবেশে ম্যাচগুলো খেলা হবে সাউদাম্পটন আর ওল্ড ট্রাফোর্ডে। এই দুটো মাঠেই চলতি ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টেস্ট ম্যাচগুলো হচ্ছে। এমনকি পাকিস্তানও এই মাঠগুলোতেই খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। আসলে সাউদাম্পটন আর ওল্ড ট্রাফোর্ডে মাঠের মধ্যেই রয়েছে হোটেল। জৈব সুরক্ষা পরিবেশ বজায় রাখতে সুবিধা হয়।



গত সপ্তাহেই ২৬ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া নির্বাচকরা। সেখান থেকেই চূড়ান্ত দল ঘোষণা হবে। বিশেষ বিমানে ইংল্যান্ডে পৌঁছবে অস্ট্রেলিয়া দল। টি-টোয়েন্টি ম্যাচগুলি হতে পারে ৪,৬,৮ সেপ্টেম্বর। অন্যদিকে একদিনের ম্যাচগুলো হবে ১০,১২,১৫ সেপ্টেম্বর।


 


আরও পড়ুন -নবাবের সক্ষমতা নিয়ে প্রশ্ন! বয়কটের ওপর ক্ষেপে আগুন সইফ আলি খান