নিজস্ব প্রতিবেদন : স্প্যানিশ কোচ উনাই এমেরির পারফরম্যান্সে খুশি ছিল না প্যারি সাঁ জাঁ। ক্লাবের সিদ্ধান্তের জন্য অপেক্ষা না করেই কোচের পদ থেকে সরে দাঁড়ালেন এমেরি। ২০১৬ সালে পিএসজিতে যোগ দেওয়া উনাই শুক্রবারই মরসুম শেষে ক্লাব ছাড়ার কথা জানিয়ে দেন।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এমেরির ইস্তফার সঙ্গে সঙ্গেই শুরু হয় জল্পনা। পিএসজি না কি প্রস্তাব দিয়েছে আর্সেন ওয়েঙ্গারকে। ফরাসি মিডিয়ার দাবি ওয়েঙ্গারকে চার বছরের জন্য প্রস্তাব দিচ্ছে পিএসজি। মরসুম শেষে আর্সেনাল ছাড়ার পরে প্যারিসের দরজা খোলা থাকছে ৬৮ বছর বয়সী ফরাসি কোচের কাছে। পিএসজি প্রেসিডেন্ট নাসের আল-খেলাফির সঙ্গেও বেশ ভালো সম্পর্ক আর্সেন ওয়েঙ্গারের। একটি টিভি শোতে আলাপ হয়েছিল দু'জনের, সেই থেকেই বন্ধুত্ব রয়ে গিয়েছে। কিন্তু আর্সেনাল ছাড়ার পর পিএসজি-র দায়িত্ব কি নেবেন আর্সেন ওয়েঙ্গার সেটাই বড় প্রশ্ন।


আরও পড়ুন- মরসুম শেষেই বার্সেলোনা ছাড়ছেন ইনিয়েস্তা