নিজস্ব প্রতিবেদন : পুলওয়ামা হামলার জের। ভারতে আসার অনুমতি পেয়েও বিশ্বকাপে অংশ নিতে আসছেন না পাকিস্তানি শুটাররা। ২০ ফেব্রুয়ারি থেকে নয়াদিল্লিতে ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্ট ফেডারেশন(IISF) আয়োজিত শুটিং বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসার কথা ছিল দুই পাক শুটার মহম্মদ খলিল আখতার ও গুলাম মুস্তাফা বসিরের৷ সঙ্গে তাঁদের কোচ রাজি আহমেদেরও আসার কথা ছিল৷ তিন সদস্যের পাক দলের ভারতে আসার জন্য ভিসা মঞ্জুর করে কেন্দ্র সরকার। কিন্তু পুলওয়ামার ঘটনার জন্যই পরিবর্তিত পরিস্থিতিতে ভারতে আসছে চাইছে না পাকিস্তান, এমনটাই মত বিশেষজ্ঞমহলের৷


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - IPL 2019: প্রকাশিত হল আইপিএল-এর প্রথম দুই সপ্তাহের সূচি


পুলওয়ামার নৃশংস জঙ্গিহানার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে গোটা দেশ। এই পরিস্থিতিতে ভারতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপে পাক শুটাররা অংশ নেওয়ার অনুমতি পাবে কিনা তা নিয়ে দোলাচল ছিল।কিন্তু শেষ পর্যন্ত সোমবারই পাক শুটারদের ভিসা মঞ্জুর করে ভারত সরকার। এদিকে ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অব পাকিস্তানের সেক্রেটারি জেনারেল রাজি আহমেদ খান জানান,"ইসালামাদের ভারতীয় দূতাবাস থেকে থেকে ভারতের ভিসা মঞ্জুরের খবর পাই। বিকেলে নিশ্চিত হওয়ার খবর পাওয়ার কয়েক ঘণ্টা পরে জানতে পারি যে আপাতত ভিসা হাতে পেতে মঙ্গলবার হয়ে যাবে। আর বুধবার সকালেই ভারতের বিমান ধরবে দল। ফলে কোথাও যোগাযোগের একটা সমস্যা হয়েছিল।" দিল্লিতে এই শুটিং বিশ্বকাপে অংশ নিতে না পারার অর্থ অলিম্পিকের ছাড়পত্র পেতে সমস্যা হবে পাক শুটারদের।