IPL 2019: প্রকাশিত হল আইপিএল-এর প্রথম দুই সপ্তাহের সূচি

এখনও লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা না হওয়ায় কেবলমাত্র প্রথম দুই সপ্তাহের সূচি ঘোষণা করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল।

Updated By: Feb 19, 2019, 03:57 PM IST
IPL 2019: প্রকাশিত হল আইপিএল-এর প্রথম দুই সপ্তাহের সূচি

নিজস্ব প্রতিবেদন : ২০১৯ সালের আইপিএলে ঢাকে কাঠি পড়ে গেল। ২৩ মার্চ চেন্নাইয়ে শুরু হচ্ছে আইপিএল সিজন ১২। এখনও লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা না হওয়ায় কেবলমাত্র প্রথম দুই সপ্তাহের সূচি ঘোষণা করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল। নির্বাচনের দিন ঘোষণার পরেই বাকি সূচি প্রকাশ করা হবে বলে জানা যাচ্ছে।

২৩ মার্চ,২০১৯ থেকে ৫ এপ্রিল,২০১৯ পর্যন্ত সূচি প্রকাশ করা হয়েছে। ২৩ মার্চ উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি ধোনি এবং বিরাট। চেন্নাই বনাম বেঙ্গালুরু ম্যাচ দিয়েই ১২ তম আইপিএলের সূচনা হবে। কলকাতা ঘরের মাঠে হায়দারাবাদের বিরুদ্ধে ২৪ মার্চ এবারের আইপিএলে অভিযান শুরু করবে। এই ১৪ দিনের প্রকাশিত সূচিতে বেঙ্গালুরু এবং দিল্লি পাঁচটি করে ম্যাচ খেলবে। বাকি ৬টি দল চারটি করে ম্যাচ খেলবে সূচি অনুযায়ী। ২টি করে হোম ম্যাচ এবং ২টি করে অ্যাওয়ে ম্যাচ।

# একনজরে দেখে নিন আইপিএলের প্রথম দুই সপ্তাহের সূচি-

তারিখ দিন সময় ম্যাচ ভেনু
২৩ মার্চ,২০১৯ শনিবার রাত ৮.০০ চেন্নাই বনাম বেঙ্গালুরু চেন্নাই
২৪ মার্চ,২০১৯ রবিবার বিকেল ৪.০০ কলকাতা বনাম হায়দরাবাদ কলকাতা
২৪ মার্চ,২০১৯ রবিবার রাত ৮.০০ মুম্বই বনাম দিল্লি মুম্বই
২৫ মার্চ,২০১৯ সোমবার রাত ৮.০০ রাজস্থান বনাম পঞ্জাব রাজস্থান
২৬ মার্চ,২০১৯ মঙ্গলবার রাত ৮.০০ দিল্লি বনাম চেন্নাই দিল্লি
২৭ মার্চ,২০১৯ বুধবার রাত ৮.০০ কলকাতা বনাম পঞ্জাব কলকাতা
২৮ মার্চ,২০১৯ বৃহস্পতিবার রাত ৮.০০ বেঙ্গালুরু বনাম মুম্বই বেঙ্গালুরু
২৯ মার্চ,২০১৯ শুক্রবার রাত ৮.০০ হায়দরাবাদ বনাম রাজস্থান হায়দরাবাদ
৩০ মার্চ,২০১৯ শনিবার বিকেল ৪.০০ পঞ্জাব বনাম মুম্বই মোহালি
৩০ মার্চ,২০১৯ শনিবার রাত ৮.০০ দিল্লি বনাম কলকাতা দিল্লি
৩১ মার্চ,২০১৯ রবিবার বিকেল ৪.০০ হায়দরাবাদ বনাম বেঙ্গালুরু হায়দরাবাদ
৩১ মার্চ,২০১৯ রবিবার রাত ৮.০০ চেন্নাই বনাম রাজস্থান চেন্নাই
১ এপ্রিল,২০১৯ সোমবার রাত ৮.০০ পঞ্জাব বনাম দিল্লি মোহালি
২ এপ্রিল,২০১৯ মঙ্গলবার রাত ৮.০০ রাজস্থান বনাম বেঙ্গালুরু রাজস্থান
৩ এপ্রিল,২০১৯ বুধবার রাত ৮.০০ মুম্বই বনাম চেন্নাই মুম্বই
৪ এপ্রিল,২০১৯ বৃহস্পতিবার রাত ৮.০০ দিল্লি বনাম হায়দরাবাদ দিল্লি
৫ এপ্রিল,২০১৯ শুক্রবার রাত ৮.০০ বেঙ্গালুরু বনাম কলকাতা বেঙ্গালুরু

  আরও পড়ুন - পাকিস্তানের বিরুদ্ধে না খেললেও ভারত বিশ্বকাপ জেতার ক্ষমতা রাখে : হরভজন সিং

 

.