নিজস্ব প্রতিবেদন :  পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকেই পাক বয়কটের ডাক দেশ জুড়ে। সন্ত্রাসবাদী হামলার পর থেকেই গোটা দেশ ফুঁসছে। বিশ্বকাপে পাকিস্তান ম্যাচ বয়কট নিয়ে দেশের ক্রীড়ামহল দুই ভাগ। প্রাক্তনদের মধ্যে হরভজন, সেওয়াগ, সৌরভ যেখানে বিশ্বকাপে পাকিস্তান ম্যাচ বয়কটের পক্ষে। সেখানে সচিন, গাভাসকর ম্যাচের পক্ষে। ১৬ জুন ম্যাঞ্চেস্টারে পাকিস্তানের বিরুদ্ধে কি ভারতের খেলা উচিত্? বাইশ গজের মহারণকে ঘিরে ইতিমধ্যেই ভারতে কার্যত 'যুদ্ধ' লেগে গিয়েছে। সচিনের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে একটা মহল। অন্যদিকে সৌরভ গাঙ্গুলি তো আবার পাকিস্তানের সঙ্গে সব ধরণের খেলা থেকে বয়কটের ডাক দিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - বিশ্বরেকর্ড গড়ে বিশ্বকাপে সোনা জয় সৌরভের


এদিকে সচিনের বক্তব্যের প্রেক্ষিতে মহারাজ বলেন, "ও(সচিন) পাকিস্তানের বিরুদ্ধে দুই পয়েন্ট চায়, আমি চাই বিশ্বকাপ।" টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি বলেছেন তিনি দেশের মানুষের পাশে দাঁড়াতে চান। বিসিসিআই যা সিদ্ধান্ত নেবে সেটাই তাঁর সিদ্ধান্ত। বিরাটের বক্তব্যকে সমর্থন করেন সৌরভ। তিনি বলেছেন, "আমি মনে করি ওই পথেই সকলকে এগোনো উচিত্। সে (বিরাট কোহলি) কোনও কিছুই নিয়ন্ত্রণ করতে পারবে না। ওর একমাত্র নিয়ন্ত্রণের বিষয় হল কীভাবে খেলা উচিত্। আমি মনে করি না এটা নিয়ে বিরাট ভাবছে।  ভারত-পাকিস্তান ম্যাচের ক্ষেত্রে বেশিরভাগ সময়েই এটা হয়ে থাকে। এটা সরকার সিদ্ধান্ত নেবে। এবং ক্রিকেটাররা সেই সিদ্ধান্তই মেনে এগিয়ে যাবে।"