বিশ্বরেকর্ড গড়ে বিশ্বকাপে সোনা জয় সৌরভের
এর আগে এই ইভেন্টে সর্বোচ্চ স্কোর ছিল ইউক্রেনের ওলেহ ওমেলচুকের। তিনি মিউনিখে গত বিশ্বকাপেই স্কোর করেছিলেন ২৪৩.৬।
নিজস্ব প্রতিবেদন : দিল্লিতে অনুষ্ঠিত ISSF বিশ্বকাপে সোনার দৌড় অব্যাহত ভারতের। রবিবার বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতলেন ১৬ বছর বয়সী শুটার সৌরভ চৌধুরি। সিনিয়র পর্যায়ে কোনও প্রতিযোগিতায় এই প্রথম সোনা জিতলেন সৌরভ, তাও আবার বিশ্বকাপের মঞ্চে। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতে ২০২০ টোকিও অলিম্পিকের টিকিটও জোগাড় করে ফেললেন শুটার সৌরভ।
Another gold for India in New Delhi! #ISSFWC pic.twitter.com/icYGfLPMKT
— ISSF (@ISSF_Shooting) February 24, 2019
শনিবারই ISSF ওয়ার্ল্ড কাপ শ্যুটিংয়ে বিশ্বরেকর্ড গড়ে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জেতেন ভারতের মহিলা শ্যুটার অপূর্বী চাণ্ডিলা। রবিবার দিল্লির করণি সিং শুটিং রেঞ্জে স্বমহিমায় ছিলেন সৌরভ। এদিন ISSF ওয়ার্ল্ড কাপে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সার্বিয়ার দামির মিকেচকে হারিয়ে সোনা জেতেন সৌরভ। ফাইনালে সৌরভের মোট স্কোর ২৪৫। এর আগে এই ইভেন্টে সর্বোচ্চ স্কোর ছিল ইউক্রেনের ওলেহ ওমেলচুকের। তিনি মিউনিখে গত বিশ্বকাপেই স্কোর করেছিলেন ২৪৩.৬। সৌরভের আগে বিশ্বকাপে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতেছিলেন জিতু রাই এবং শাহজার রিজভি।
আরও পড়ুন - হ্যাটট্রিকের হাফসেঞ্চুরি লিও মেসির, দেখুন ৩০ পেরিয়েও দুরন্ত ভলিতে গোল 'GOAT'এর