নিজস্ব প্রতিবেদন : পুলওয়ামা জঙ্গি হামলার প্রতিবাদ!এবার সেই প্রতিবাদের রেশ এসে পড়ল ক্রিকেটেও। ব্রেবোর্ন স্টেডিয়ামের দেওয়ালে লাগানো ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি। পুলওয়ামা হামলার প্রতিবাদে সেই ছবি ঢেকে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ। শুধু তাই নয় সিসিআই-এর সচিব বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটি বয়কট করার অনুরোধ জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - পুলওয়ামায় জঙ্গি হামলা:পাকিস্তান সুপার লিগ থেকে সরে দাঁড়াল রিলায়েন্স


পুলওয়ামার নৃশংসা জঙ্গিহানার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে গোটা দেশ। রাগে ফুঁসছে আসমুদ্র হিমাচল। পুলওয়ামা হামলার প্রতিবাদেই পাক প্রধানমন্ত্রীর ছবি ঢেকে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া। ইমরানের নেতৃত্বে ১৯৯২ বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। তাই ইমরান খানের প্রতি সম্মান জ্ঞাপনে তাঁর ছবি ছিল ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ার দেওয়ালে। ইমরানের ছবিটি আপাতত ঢাকা রয়েছে। তবে সেটি সিসিআই থেকে সরিয়ে ফেলা হবে কি না তা নিয়ে কর্তৃপক্ষ এখনও পাকাপাকি কোনও সিদ্ধান্ত নেয়নি বলেই জানান সিসিআই-এর প্রেসিডেন্ট প্রিমল উড়ানি।


আরও পড়ুন- "১৪ ফেব্রুয়ারি ভারতের কালো দিন" পুলওয়ামায় জঙ্গি হামলা প্রসঙ্গে বললেন সানিয়া মির্জা


সিসিআই-এর সচিব সুরেশ বাফনা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, "সবার আগে দেশ৷ প্রতিবেশী দেশ যখন হামলা চালাচ্ছে তখন পাকিস্তানের সঙ্গে আর ক্রিকেট খেলা চলে না। ইংল্যান্ডে বিশ্বকাপে বিশ্বকাপে এবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট করুক ভারত৷" ১৬ জুন ওল্ড ট্র্যাফোর্ডে বিশ্বকাপের মহারণে মুখোমুখি হওয়ার কথা ভারত-পাকিস্তানের। পাশাপাশি ইমরান খান কেন চুপ করে রয়েছেন তা নিয়েও সরব হয়েছেন বাফনা। তিনি বলেন, "ওর(ইমরান খান) এবার মুখ খোলা উচিত্। ইমরান খান দেশের প্রধানমন্ত্রী। তাঁর যদি মনে হয় যে এই হামলার সঙ্গে পাকিস্তানের কোনও যোগ নেই তাহলে উনি চুপ করে আছেন কেন? উনি কেন কিছু বলছেন না? সত্যিটা এবার বেরিয়ে আসা উচিত্।"