নিজস্ব প্রতিবেদন : কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গিহানা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। পুলওয়ামার নৃশংস জঙ্গিহানার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে গোটা দেশ। দেশের এমন দুঃসময়ে শহিদদের পরিবারের পাশে থাকার জন্য নানা উদ্যোগ নিয়েছেন এবং নিচ্ছেন অনেকেই। এবার এগিয়ে এলেন জাতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামি।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শহিদদের সন্তানদের নিজের স্কুলে বিনামূল্যে পড়াশোনার প্রস্তাব দিয়েছেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেওয়াগ। শহিদ পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ইরানি ট্রফি জেতার পর পুরস্কার মূল্যের সবটাই পুলওয়ামায় শহিদদের পরিবারকে উত্সর্গ করে দেন বিদর্ভের ক্রিকেটাররা। শহিদ পরিবারদের পাশে থাকার কথা জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন জাতীয় দলের ওপেনার শিখর ধাওয়ান। শহিদ পরিবারদের আর্থিক সাহায্য করে মহম্মদ শামি বলেন, "যখন আমরা দেশের জন্য খেলি তখন সীমেন্তে দাঁড়িয়ে আমাদের রক্ষা করেন জওয়ানরা। তাই সবার উচিত্ শহিদ জওয়ানদের পরিবারের পাশে দাঁড়ানো। আমরা সবসময় তাঁদের পাশে আছি।" 


আরও পড়ুন - আই লিগকে বাঁচাতে একজোট ইস্টবেঙ্গল-মোহনবাগান সহ আট ক্লাব