জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পঞ্জাবের (Punjab) রাজ্য পর্যায়ের হকি খেলোয়াড় পরমজিত কুমার (Paramjeet Kumar) এখন মালবাহকের কাজ করছেন। ফরিদকোটের সবজি মাণ্ডিতে তিনি 'পাল্লেদর'! অর্থাৎ যে, ট্রাক থেকে চাল-গমের বস্তা মাথায় করে ওঠায়-নামায়। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পর, খোদ পঞ্জাবের মুখ্যমন্ত্রী (Punjab CM Bhagwant Mann) ভগবন্ত মান নড়েচড়ে বসেন। তিনি পরমজিতকে নিজের বাসভবনে ডেকে কথা বলেন। পাশাপাশি জানিয়ে দেন যে, দ্রুত তাঁকে কোচের চাকরিতে বহাল করা হবে। পাশাপাশি দেওয়া হবে সরাকারি চাকরি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মান নিজের ট্যুইটারে পরমজিতের সঙ্গে কথোপকথনের ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'পরমজিত সরকারি অবহেলার স্বীকার। এখন শ্রমিক হিসেবে জীবনযাপন করছে। আমি পরমজিতকে আমার বাড়িতে আমন্ত্রণ জানিয়ে ছিলাম। ওর সঙ্গে দেখা করি। আমি ওকে হকি কোচ করব বলেই প্রতিশ্রুতি দিয়েছি। দ্রুত কাগজপত্রের কাজ সেরে ফেলব। ওকে আমি সরকারি চাকরি দেব।' 



মান কথোপকথনের সময় প্রাক্তন খেলোয়াড়ের থেকে জানতে চেয়েছিলেন যে, আগের সরকার তাঁকে নিয়ে কোনও পদক্ষেপ নিয়েছে কিনা! যাঁর উত্তরে পরমজিত বলেন, যে না তিনি কোনও সাড়াই পাননি। মান তখনই বলেন খেলোয়াড়দের সম্মান করা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। মনকে পরমজিত জানিয়েছেন যে, তিনি তাঁর ছেলেকে হকি খেলোয়াড় করতে চান। মান বলেছেন যে, পরমজিত কাজ করার জন্য ভালো পরিবেশ পাবেন। মুখ্যমন্ত্রীর লক্ষ্যই হচ্ছে  পঞ্জাবকে খেলাধুলোয় দেশের এক নম্বর করা। পাশাপাশি পঞ্জাব যে হকির নার্সারি, তাও বলেছেন মান। পরমজিত অতীতে সাই-তে ছিলেন। পঞ্জাবের হয়ে একাধিক পদক জিতেছেন। কিছু বছর আগে বাঁ-হাতে চোট পাওয়ায় পরমজিতের খেলোয়াড় হিসাবে কেরিয়ার শেষ হয়ে যায়। বাধ্য হয়ে তিনি শ্রমিকের জীবন বেছে নেন।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)