Tokyo Olympics: বড় ব্যবধানে জয়, দ্বিতীয় রাউন্ডে PV Sindhu
মোট ২৫ মিনিটে প্রতিপক্ষকে হারিয়ে পরের রাউন্ডে উঠলেন সিন্ধু।
নিজস্ব প্রতিবেদন: জয় দিয়ে শুরু করলেন পি ভি সিন্ধু। রবিবার মহিলা ব্যাডমিন্টনের প্রথম রাউন্ডে প্রতিপক্ষকে কুপকাত করলেন সিন্ধু। স্ট্রেট গেমে ঝড়ের গতিতে তাঁর শট। এবার পদক জয়ের জন্য তাঁর দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। গতবার রিওতে রুপো জিতে ছিলেন পি ভি সিন্ধু।
স্কোর ২১-৭ ও ২১-১০। প্রতিপক্ষ ছিলন ইসরায়েলের সেনিয়া পোলিকারপোভা। ১২ মিনিটের প্রথম গেম এরপর টানটান ১৩ মিনিটের দ্বিতীয় গেম। মোট ২৫ মিনিটে প্রতিপক্ষকে হারিয়ে পরের রাউন্ডে উঠলেন সিন্ধু।