জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিনি ভারতীয় (India) ব্যাডমিন্টনের (Badminton) ইতিহাসে অন্যতম সেরা অলিম্পিয়ান। তিনি এক ও অদ্বিতীয় পিভি সিন্ধু (PV Sindhu)। দুবারের অলিম্পিক্সে পদকজয়ী এবং তাঁর সমর্থকদের জন্য এবার খারাপ খবর এল। ২০১৬ সালের প্রথম দশের বাইরে ছিটকে গেলেন তারকা শাটলার। বিডব্লুএফ প্রকাশিত সাম্প্রতিক ক্রমতালিকায় প্রথম দশের বাইরে চলে গিয়েছেন সিন্ধু। গত সপ্তাহেই সুইস ওপেন থেকে ছিটকে গিয়েছিলেন। শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয়েছিলেন তিনি। তারপরেই এল এই খারাপ খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন সিন্ধু একটা সময় তাঁর সেরা দুই নম্বরে ছিলেন। ২০১৬ সালের নভেম্বর মাস থেকে টানা তিনি ব্যাডমিন্টনের বিশ্ব ক্রমতালিকায় ছিলেন প্রথম দশের মধ্যে। এই প্রথমবার ১০ থেকে ছিটকে যেতে হল তাঁকে, অর্থাৎ দশের নীচে নামলেন। এই মুহূর্তে ১১ নম্বরে রয়েছেন সিন্ধু। তাঁর ঝুলিতে রয়েছে ৬০,৪৪৮ পয়েন্ট। চলতি মরসুমের শুরু থেকেই সমস্যায় রয়েছেন। রয়েছে তাঁর ধারাবাহিকতার অভাব। ফর্মও খুব একটা ভালো নেই তাঁর। 


আরও পড়ুন: Girls Sexual Abuse Controversy: নাবালিকা মহিলা ক্রিকেটারদের যৌন হেনস্থা, গ্রেফতার হরমনপ্রীত-দীপ্তিদের কোচ!


আরও পড়ুন: IPL 2023: বাইশ গজের যুদ্ধে লড়াকু ক্রিকেটারদের, উষ্ণতা ছড়ানো সুন্দরী স্ত্রীদের চিনে নিন


২০১৩ সালের অগাস্টে প্রথমবার ক্রমতালিকায় প্রথম দশের মধ্যে ঢুকেছিলেন তিনি। এরপর থেকে খুব একটা অদল বদল না হলেও শীর্ষ দশে জায়গা ধরে রেখেছিলেন সিন্ধু। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)