IPL 2023: বাইশ গজের যুদ্ধে লড়াকু ক্রিকেটারদের, উষ্ণতা ছড়ানো সুন্দরী স্ত্রীদের চিনে নিন
আগামী ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল ভারতীয় দলের প্রথমসারির ১০ জন ক্রিকেটারের হট স্ত্রী ও বান্ধবীদের সঙ্গে পরিচয় করে নিন।
সব্যসাচী বাগচী
আইপিএল (IPL) মানেই ক্রিকেটের সঙ্গে গ্ল্যামারের ছোঁয়া। সেই ২০০৮ সাল থেকে এই টি-টোয়েন্টি লিগের শুরু থেকেই হাত ধরাধরি করে চলছে ব্যাট-বলের লড়াই ও ফ্যাশন। ক্রিকেটের ব্যাকরণ যেমন বদলেছে, তেমনই মাঠের বাইরের ছবিও বদলে গিয়েছে। গ্ল্যামার আর ক্রিকেট সমার্থক হয়ে গিয়েছে। আগামী ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল (IPL 2023) ভারতীয় দলের প্রথমসারির ১০ জন ক্রিকেটারের হট স্ত্রী ও বান্ধবীদের সঙ্গে পরিচয় করে নিন।
1/10
সাক্ষী সিং ধোনি

2/10
অনুষ্কা শর্মা

3/10
রিতিকা সাজদে

4/10
নাতাসা স্ট্যানকোভিচ

5/10
সঞ্জনা গণেশন

6/10
দীপিকা পাল্লিকল

7/10
ধনশ্রী ভার্মা

8/10
অদিতি হুন্ডিয়া

9/10
আথিয়া শেট্টি
