মালয়েশিয়ায় ধসে গেল `সিন্ধু` সভ্যতা
দৌড় থামল শ্রীকান্তেরও।
নিজস্ব প্রতিনিধি : আশা জাগিয়েও শেষমেশ পারলেন না পিভি সিন্ধু। মালয়েশিয়া ওপেনের সেমিফাইনাল থেকে ছিটকে গেলেন ওলিম্পিকে রূপোজয়ী ভারতীয় ব্যাডমিন্টন তারকা। বিশ্বের এক নম্বর তাই জু ইয়ংয়ের কাছে হারলেন তিনি।
আরও পড়ুন- ধোনির থেকে শিখছেন পাক ক্রিকেটার
একই টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে ছিটকে গেলন কিদাম্বি শ্রীকান্তও। বিশ্বের দু'নম্বর জাপানি তারকা কেনতো মোমোতার কাছে হারলেন তিনি। জুয়া চক্রের সঙ্গে জড়িত থাকার জন্য এক বছর নির্বাসনে ছিলেন এই মোমোতা। ফিরে এসে যেন কেরিয়ারে সেরা ফর্মে রয়েছেন। এপ্রিলে বিশ্বের এক নম্বর হয়েছিলেন শ্রীকান্ত। তার পর থেকে ভারতীয় তারকার ফর্ম ভালই ছিল। কিন্তু এদিন ধারে-ভারে শ্রীকান্ত জাপানি প্রতিপক্ষের বিরুদ্ধে পেরে উঠলেন না। ন'বারের সাক্ষাতে মোমোতার কাছে ছ'বার হারলেন কিদাম্বি শ্রীকান্ত।
আরও পড়ুন- ডাবলিনে 'কুলচা'র কামাল, টি-টোয়েন্টি সিরিজ জয় ভারতের
তাই জুর বিরুদ্ধে শুরু থেকেই ছন্দে ছিলেন না সিন্ধু। তবে বেশ কয়েকটা র্যালিতে তাই জুকে কড়া টক্কর দিয়েছিলেন সিন্ধু। ফিটনেসের দিক থেকে অবশ্য তাই জুর থেকে অনেকটাই পিছিয়ে ছিলেন সিন্ধু।