ওয়েব ডেস্ক: গত রিও অলিম্পিক থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন দেশের ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। তারই পুরস্কার পেলেন যেন তিনি। কেরিয়ারের সেরা র্যা ঙ্কিংয়ে পৌছলেন পিভি সিন্ধু। ঢুকে পড়লেন বিশ্ব ব্যাডমিন্টন ranking-এর প্রথম পাঁচজনের মধ্যে। এই মুহূর্তে সিন্ধু রয়েছেন পঞ্চম স্থানে। এর আগের বার যখন ranking প্রকাশিত হয়, তখন ছ'নম্বরে ছিলেন সিন্ধু।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন কর ফাঁকি দেওয়া নিয়ে সংবাদমাধ্যমকে তুলোধনা করলেন সানিয়া মির্জা


থাইল্যান্ডের ইন্টানন রাতচানককে সরিয়ে পঞ্চমস্থানে চলে এলেন অলিম্পিকে রুপোর পদকজয়ী এই ব্যাডমিন্টন তারকা। সিন্ধু খন প্রথম পাঁচে রয়েছেন তখন, দেশের আর এক মহিলা ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালও প্রথম দশেই রয়েছেন । ন'নম্বরস্থান ধরে রেখেছেন লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী সাইনা।


আরও পড়ুন  জন্মদিনে দেখুন এবি-র সুপারম্যানের মতো ফিল্ডিং