নিজস্ব প্রতিবেদন: অনূর্ধ্ব-১৯ ZEE বাংলা ফুটবল লিগে গ্রুপ-B থেকে শেষ চারে উঠেছে কোয়েস ইস্টবেঙ্গল। গ্রুপ পর্বে চারটি ম্যাচের তিনটিতে জিতেছে তারা। একটি ম্যাচ ড্র করে কোয়েস ইস্টবেঙ্গল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



#কীভাবে সেমি ফাইনালে উঠল কোয়েস ইস্টবেঙ্গল দেখে নেওয়া যাক-


প্রথম ম্যাচে আলিপুরদুয়ার অগ্রণীকে ৩-০ গোলে হারায় কোয়েস ইস্টবেঙ্গল। লাল-হলুদের হয়ে গোলগুলি করেন বিকাশ সিং, বিজয় মণ্ডল এবং মানিচাঁদ সিং।


গ্রুপ-B তে নিজেদের দ্বিতীয় ম্যাচে আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় দুরন্ত দক্ষিণ ২৪ পরগণাকে ৩-০ গোলে হারায় কোয়েস ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের হয়ে এই ম্যাচে গোলগুলি করেন মানিচাঁদ সিং, দীপ সাহা ও বিজয় মণ্ডল।


তৃতীয় ম্যাচে চন্দননগর চ্যাম্পিয়ন্সকে ৬-১ গোলে উড়িয়ে দেয় লাল-হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলের হয়ে দু'টি করে গোল করেন দীপ সাহা ও মানিচাঁদ সিং। একটি করে গোল করেন শ্রীকুমার কার্জি ও শুভনীল ঘোষ।


গ্রুপের শেষ ম্যাচটি বাঁকুড়া ব্যাটেলিয়নের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে কোয়েস ইস্টবেঙ্গল।


৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ-B-এর শীর্ষে থেকে অনূর্ধ্ব-১৯ ZEE বাংলা ফুটবল লিগের সেমি ফাইনালে উঠেছে কোয়েস ইস্টবেঙ্গল। শেষ চারে তাদের প্রতিপক্ষ এরিয়ান্স ক্লাব।  


আরও পড়ুন - ZEE বাংলা ফুটবল লিগ : গ্রুপ-D থেকে সেমি ফাইনালে মোহনবাগান