নিজস্ব প্রতিবেদন: নিউজিল্যন্ডের বিরুদ্ধে কানপুর টেস্ট স্মরণীয় করে রাখলেন রবিচন্দ্রন অশ্বিন (R Ashwin)। গ্রিনপার্ক স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড টেস্টের পঞ্চম তথা শেষ দিনে একাধিক মাইলস্টোন স্থাপন করলেন অশ্বিন। সোমবার চেন্নাইয়ের স্পিনার প্রথমে হরভজন সিংকে (Harbhajan Singh) টপকে দেশের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারিদের তালিকায় তিনে চলে এলেন। শেষবেলায় অশ্বিন টপকালেন কিংবদন্তি অফস্পিনার বিষেন সিং বেদীকে (Bishan Bedi)। ভারত-নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে এখন অশ্বিনই ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন উইকেটকিপার টম ব্লানডেলকে ফেরাতেই অশ্বিনের ঝুলিতে চলে আসে ৫৮টি উইকেট। বেদী ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিয়েছেন ৫৭ উইকেট। কিংবদন্তি কিউয়ি অলরাউন্ডার রিচার্ড হেডলি রয়েছেন সবার ওপরে। ভারত-নিউজিল্যান্ডে টেস্টে তাঁর আছে ৬৫টি উইকেট (১৪ টেস্ট)। অশ্বিন ৮ টেস্টে নিলেন ৫৮ উইকেট। তিনে বিষেন সিং বেদী ( ৫৭ উইকেট ১২ টেস্টে)। চারে এরাপল্লী প্রসন্ন (৫৫ উইকেট ১০ টেস্টে)। পাঁচে টিম সাউদি (১০ টেস্টে ৫২ উইকেট)।


আরও পড়ুন: IND vs NZ: Ashwin টপকে গেলেন Harbhajan কে! গড়লেন দেশের হয়ে অনন্য় নজির


অশ্বিন চতুর্থ ভারতীয় বোলার হিসাবে ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে ৪০০ বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন। এই মুহূর্তে অশ্বিন বিশ্বের ত্রয়োদশ সর্বোচ্চ টেস্ট উইকেট সংগ্রাহক। সক্রিয় টেস্ট বোলারদের মধ্যে অশ্বিন তৃতীয় সর্বোচ্চ উইকেট প্রাপক। তালিকায় প্রথম দুয়ে দুই ব্রিটিশ বোলার- জেমস অ্যান্ডারসন (৬৩২) ও স্টুয়ার্ট ব্রড (৫২৪)। ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে অশ্বিনের স্বপ্নের দৌড় অব্য়াহত। ভারতীয় দলের তারকা অফ-স্পিনার পাক পেসার শাহিন শাহ আফ্রিদিকে (Shaheen Shah Afridi) টপকে, ২০২১ এর সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন কানপুরেই । এক ক্যালেন্ডার বর্ষে অশ্বিনের ঝুলিতে চলে এসেছিল ৪১টি উইকেট। টেস্টের তৃতীয় দিনে উইল ইয়ংকে আউট করার সঙ্গেই এই রেকর্ড করেন অশ্বিন। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)