ওয়েব ডেস্ক: মন্টে কার্লো মাস্টার্স চ্যাম্পিয়ন হয়ে একাধিক নজির গড়লেন রাফায়েল নাদাল। স্বদেশীয় অ্যালবার্ট র‍্যামসকে স্ট্রেট সেটে হারিয়ে প্রথম টেনিস খেলোয়াড় হিসাবে দশবার মন্টে কার্লো খেতাব জিতলেন রাফা। একই সঙ্গে ক্লে কোর্টে পঞ্চাশতম খেতাব জিতলেন নাদাল। ক্লে কোর্টে সবচেয়ে বেশি খেতাব জয়ের রেকর্ডও এখন রাফার দখলে। গতবছর এপ্রিল মাসে শেষ কোনও খেতাব জিতেছিলেন নাদাল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ১০১ বছর বয়সে ১০০ মিটার দৌড়ে ওয়ার্ল্ড মাস্টার গেমসে সোনা জিতলেন মান কাউর


অন্যদিকে, ওয়াইল্ড কার্ড পেয়ে স্টুটগার্ট ওপেন দিয়ে পেশাদারি টেনিসে দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন মারিয়া শারাপোভা। ডোপিং করার অপরাধে পনেরো মাস নির্বাসন কাটিয়ে কোর্টে ফিরতে চলেছেন মহিলা টেনিসের এই পোস্টার গার্ল। বুধবার ইতালির রবার্টা ভিঞ্চির বিরুদ্ধে ম্যাচ দিয়ে শাপমোচনের লক্ষ্যে নামছেন মাশা।


আরও পড়ুন  বার্সার জার্সিতে মেসির পাঁচশো গোলের হিসেব দেখে নিন