নিজস্ব প্রতিবেদন: চলতি ফরাসি ওপেনের (French Open 2022) চতুর্থ রাউন্ডে পৌঁছে গেলেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। সরাসরি সেটে হারালেন প্রতিযোগিতার ২৬তম বাছাই নেদারল্যান্ডসের বটিক ভ্যান ডে জান্ডস্কালপকে (Botic van de Zandschulp)। পঞ্চম বাছাই স্প্যানিশ খেলোয়াড়ের পক্ষে ম্যাচের ফল ৬-৩, ৬-২, ৬-৪। রবিবার ফেলিক্স অ্যাগুয়ের অ্যালিসেমির (Felix Auger-Aliassime) বিরুদ্ধে লাল মাটির কোর্টে নামবেন এই স্প্যানিশ তারকা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুরুটা অবশ্য খারাপ করেননি জান্ডস্কালপ। নাদালের প্রথম সার্ভিস গেমই ভাঙেন তিনি। তাতে অবশ্য বিশেষ সুবিধা করতে পারেননি। কারণ দ্বিতীয় গেমেই পাল্টা তাঁর সার্ভিসের বিরুদ্ধে জেতেন নাদাল। ষষ্ঠ গেমে নাদাল আবার জান্ডস্কালপের সার্ভিস ভাঙেন। এর পর আর প্রথম সেট জিততে অসুবিধা হয়নি নাদালের।


 



দ্বিতীয় সেটে নাদাল তৃতীয় এবং পঞ্চম গেমে পর পর জান্ডস্কালপের সার্ভিস ভাঙেন। টানা পাঁচ গেম জিতে ৫-১ ব্যবধানে এগিয়ে যান। না জান্ডস্কালপ কোনও অঘটন ঘটাতে পারেননি। ৬-২ ব্যবধানে দ্বিতীয় সেট জিতে নেন নাদাল।


দ্বিতীয় সেটের ছন্দ ধরে রেখে তৃতীয় সেটের প্রথম চারটি গেমই জিতে নেন নাদাল। প্রথম এবং তৃতীয় গেমে ভাঙেন প্রতিপক্ষের সার্ভিস। তাঁর জয় যখন সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছে, তখনই পাল্টা প্রত্যাঘাত করেন মরিয়া জান্ডস্কালপ। নাদালের একটি সার্ভিস গেম ভেঙে টানা তিনটি গেম জিতে নেন তিনি। তাতে অবশ্য অভিজ্ঞ নাদাল চাপে পড়েননি। নিজের সার্ভিস ধরে রেখে ৬-৪ ব্যবধানে তৃতীয় সেট এবং তৃতীয় রাউন্ডের ম্যাচ বের করে নেন ২১টি গ্র্যান্ড স্লামের মালিক।


আরও পড়ুন: French Open 2022: Aljaž Bedene -কে হেলায় হারিয়ে চতুর্থ রাউন্ডে জোকার, সামনে Diego Schwartzman


আরও পড়ুন: IPL 2022 Qualifier 2, RR vs RCB: আরও একবার ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ RCB-র, Rajasthan-কে ফাইনালে নিয়ে গেলেন শতরানকারী ‘জস দ্য বস’ Buttler


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)