ব্যুরো: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে প্রথমবার ডিআরএস পদ্ধতি ব্যবহার করবে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ ইংল্যান্ড ধারাবাহিকভাবে ডিআরএস ব্যবহার করে ভারতের মাটিতে খেলতে এসেছে। কোহলিদের ড্রেসিংরুমে তাই ডিআরএস নিয়ে হোমওয়ার্ক করা শুরু হয়েছে। যাবতীয় পরিকল্পনা সেরে হোম সিরিজে নামতে চাইছেন রাহানেরা। 


 


টিম ইন্ডিয়া যখন টেস্টের প্রস্তুতি নিচ্ছে, ধোনি তখন কী করছেন জানেন?



কয়েক যুগ পর ঘরের মাঠে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত। দুবছর আগে ইংল্যান্ডের মাটিতে লম্বা টেস্ট সিরিজ খেলতে গিয়ে শেষ দিকে ধরাশায়ী হয়েছিলেন কোহলিরা। সেই স্মৃতি এখনও টাটকা। অতীত থেকে শিক্ষা নিয়ে তাই রাহানের লক্ষ্য শেষ টেস্ট পর্যন্ত তরতাজা থাকা।