নিজস্ব প্রতিবেদন: ২০০১ সালের ইডেন টেস্টের পর রাতারাতি নায়ক বনে গিয়েছিলেন ভিভিএস লক্ষ্মণ। ওই টেস্টে খাদের কিনারা থেকে ভারতের প্রত্যাবর্তন ক্রিকেটের লোকগাথায় চলে গিয়েছে। ভিভিএসের ২৮১ রানের ধ্রুপদী ইনিংসের সঙ্গেই অমর হয়ে রয়েছে রাহুল দ্রাবিড়ের ১৮০। সারাদিন ব্যাট করে টেস্টের মোড় ঘুরিয়েছিলেন দুই কিংবদন্তী। বল-ব্যাটের লড়াইয়ে এঁটে উঠতে না পেরে স্লেজিংও করেছিল অস্ট্রেলিয়া। এমনকি রাহুল দ্রাবিড়কে স্লেজ করেছিলেন খোদ অধিনায়ক স্টিভ ওয়।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওই টেস্টে স্টিভ ওয় ঠিক কী বলেছিলেন রাহুলকে? দীর্ঘ ১৬ বছর পর তা ফাঁস করলেন 'দ্য ওয়াল'। বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে রাহুল দ্রাবিড় বলেন, ''দ্বিতীয় ইনিংসে আমি ব্যাট হাতে মাঠে নামার পরই স্টিভ এগিয়ে এসে আমায় বলেছিলেন, এই ইনিংসে ৬ নম্বরে নামছ। পরের ইনিংসে কি ১২ নম্বরে নামবে?''


আরও পড়ুন- অনেক সন্তান হোক তোমাদের, বিরাট-অনুষ্কাকে শুভেচ্ছাবার্তা ডিভিলিয়ার্স


রাহুল আরও বলেন, ''ইডেন টেস্টের প্রথম তিন দিন আমরা মোটেও ভাল খেলেনি। আমার ফর্মও ভাল ছিল না। আগের টেস্টে রান পাইনি। প্রথম ইনিংসেও রান ছিল না। এমনকি আমাকে ব্যাটিং অর্ডারে নীচের দিকে নামিয়ে দেওয়া হয়েছিল।'' দ্বিতীয় ইনিংসে চাপের মুখে কীভাবে কালজয়ী ইনিংস খেললেন? রাহুলের জবাব, ''প্রতি বল ধরে খেলছিলাম। অতীত ও ভবিষ্যত নিয়ে আমার মাথায় কিছুই ছিল না। শুধু নিজের ব্যাটিংয়ে মনসংযোগ করেছিলাম।''     


লক্ষ্মণ ও রাহুলের ৩৭৩ রানের পার্টনারশিপের সৌজন্যে ফলো অনের পরেও ইডেন টেস্টে ঘুরে দাঁড়ান সৌরভরা। অস্ট্রেলিয়াকে ২১২ রানে অলআউট করে সিরিজে সমতা ফেরায় টিম ইন্ডিয়া। তৃতীয় টেস্ট জিতে সিরিজ জেতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল।