জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাবা-কে দেখে ছেলের বাইশ গজের যুদ্ধে নেমে যাওয়া। ভারতীয় ক্রিকেটে (Indian Cricket) এমন উদাহরণ মোটেও কম নয়। এবার এই তালিকায় জুড়ে ফেল রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ও তাঁর ছোট ছেলের নাম। রাজ্য়স্তরে বয়সভিত্তিক দলের অধিনায়ক টিম ইন্ডিয়ার (Team India) হেড কোচের ছেলে অনভয় দ্রাবিড় (Anvay Dravid)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সাউথ জোনের (South Zone) অনূর্ধ্ব ১৪ বিভাগের ইন্টার জোনাল টুর্নামেন্টের (Inter Zonal Tournament) জন্য নির্বাচিত কর্ণাটক (Karnataka) দলের অধিনায়ক অনভয়। বাচ্চা ছেলেটি আবার সেই দলের উইকেটকিপার-ব্য়াটার।  



আরও পড়ুন: Hockey World Cup 2023, IND vs WAL: একাধিক পেনাল্টি কর্নার নষ্ট, জঘন্য ডিফেন্স! ওয়েলসের বিরুদ্ধে জিতলেও নক আউটের জন্য অপেক্ষা


আরও পড়ুন: Exclusive, Shubman Gill 208: বিশেষ এক ওষুধে এল দাপুটে দ্বিশতরান! জানালেন শুভমনের গর্বিত বাবা


পি কৃষ্ণমূর্তি টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন। ২৩ জানুয়ারি প্রথম দিনের খেলা হবে। দ্বিতীয় দিনের খেলা হবে ১১ ফেব্রুয়ারি। কেরলে এই টুর্নামেন্ট আয়োজিত হবে। 


দ্রাবিড়ের বড় ছেলে সমিতও ক্রিকেটার। কর্নাটকের হয়ে আগেই অনূর্ধ্ব-১৪ স্তরে খেলে ফেলেছে সে। ২০১৯-২০ মরসুমে অনূর্ধ্ব-১৪ স্তরে দু’টি দ্বিশতরানের ইনিংস খেলে সবার নজর কেড়েছিল সমিত। ব্যাট করার পাশাপাশি স্পিন বলও ভাল করতে পারে সমিত। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)