বাবা হলেন সুরেশ রায়না
ভারতীয় ক্রিকেটে আজ মিষ্টি মুখের দিন। বাবা হলেন সুরেশ রায়না। কয়েক দিন আগেই আইপিএল ছেড়ে তড়িঘড়ি পারি দিয়েছিলেন হল্যান্ডে। স্ত্রীকে সঙ্গে দিতে। সঙ্গে ছিল প্রথমবার বাবা হওয়ার `কাউন্টডাউন`। টুইটারে প্রায়ই দেখা যাচ্ছিল `Waiting.... ` লেখা পোস্ট। শনিবার এল সেই সুখবর। ফুটফুটে এক মেয়ের জন্ম দিয়েছেন রায়না পত্নী প্রিয়াঙ্কা।
ওয়েব ডেস্ক: ভারতীয় ক্রিকেটে আজ মিষ্টি মুখের দিন। বাবা হলেন সুরেশ রায়না। কয়েক দিন আগেই আইপিএল ছেড়ে তড়িঘড়ি পারি দিয়েছিলেন হল্যান্ডে। স্ত্রীকে সঙ্গে দিতে। সঙ্গে ছিল প্রথমবার বাবা হওয়ার 'কাউন্টডাউন'। টুইটারে প্রায়ই দেখা যাচ্ছিল 'Waiting.... ' লেখা পোস্ট। শনিবার এল সেই সুখবর। ফুটফুটে এক মেয়ের জন্ম দিয়েছেন রায়না পত্নী প্রিয়াঙ্কা।
সকাল থেকেই টুইটারে রায়নার ফ্যান ক্লাবে টুইটের ছড়াছড়ি। অভিনন্দন জানাতে ব্যস্ত সবাই সদ্য বাবা হওয়া সুরেশ রায়নাকে। টুইটারেই জানা গেল, মেয়ের নাম রেখেছেন শ্রেয়াংশি। স্ত্রীয়ের সঙ্গে হল্যান্ডে থাকায় শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে ম্যাচে দেখা যাবে গুজরাট লায়নস অধিনায়ককে।