নিজস্ব প্রতিনিধি : ইচ্ছাকৃতভাবে এমন ভুল কেউ করেন না। অনেক সময় চাপের মুখে একটু এদিক-ওদিক কথা বেরিয়ে যেতে পারে। কিন্তু সোশ্যাল সাইটের রমরমার যুগে কোনওকিছুই যেন ক্ষমার যোগ্য নয়। নেটিজেন-রা বসেই রয়েছেন, ইস্যু খুঁজে বের করে হাসি ছোটানোর জন্য। এবার তাঁদের টার্গেট যেমন পাকিস্তানের জনপ্রিয় ধারাভাষ্যকার ও উপস্থাপক রামিজ রাজা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  ওয়াহ্ ক্যাপ্টেন! স্লিপে দাঁড়িয়ে নাচের প্রতিভা দেখালেন কোহলি


রামিজ রাজারও বলিহারি বটে! এই প্রথম নয়। এর আগেও একের পর এক বেফাঁস মন্তব্য করে তিনি ট্রোলড হয়েছেন। তার পরও তাঁর হুঁশ ফেরেনি। আরও একবার এমন কাণ্ড বাঁধিয়ে বসলেন। ব্যস, আর রেহাই নেই! কয়েক ঘণ্টার মধ্যে সোশ্যাল সাইটে হাসির খোরাক হয়ে গেলেন। অনেকে আবার আগের ঘটনাগুলোর উল্লেখ করে লিখলেন, রামিজ সব সময় আলোচনাতে থাকতেই পছন্দ করেন। তবে সে আলোচনা সব সময়ই হাস্যকর কারণেই হয়ে চলেছে। 


ঘটনার সূত্রপাত নিউজিল্যান্ড-পাকিস্তান সিরিজের শেষ ম্যাচে। সংযুক্ত আরব আমিরশাহিতে পাকিস্তানকে ১২৩ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয়েছে নিউজিল্যান্ড। আরব আমিরশাহী এখন পাকিস্তানের ঘরের মাঠ হিসাবে বিবেচিত হয়। ফলে ঘরের মাঠে পাকিস্তানকে হারানোটা অবশ্যই কিউয়ি-দের জন্য অনেক বড় সাফল্য। তার উপর এই জয় নিউজিল্যান্ডকে আরও এক রেকর্ডের সামনে দাঁড় করিয়েছে। শেষবার ১৯৬৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে তারা অ্যাওয়ে সিরিজ জিতেছিল। অর্থাত্ ৪৯ বছর বাদে আবার অ্যাওয়ে সিরিজ জয়। তাই নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন রামিজ। তাতেই বিপত্তি।  


আরও পড়ুন-  আজহারুদ্দিনের উদাহরণ টেনে আদালতকে কড়া প্রশ্ন হতাশ শ্রীসন্থের


রামিজ উইলিয়ামসনকে জিজ্ঞেস করেন, ''এমন একটা দারুণ মুহূর্ত গড়ার জন্য ৪৯ বছর ধরে অপেক্ষা করতে হয়েছে তোমাকে…''। রমিজের কথা শেষ হতে না হতেই ভ্রু কুঁচকে ফেলেন উইলিয়ামসন। মুখে হাসি টেনে বলেন, ''আমি কিন্তু ৪৯ বছর ধরে অপেক্ষা করিনি। কারণ আমার বয়স এখনও ৪৯ হয়নি।'' উইলিয়ামসনের বয়স এখন ২৮। রামিজকে ভুলটা ধরিয়ে দিয়েই সজোরে হেসে ওঠেন কিউয়ি অধিনায়ক। রামিজ কার্যত অপ্রস্তুত হয়ে পড়েন নিজের ভুল বুঝতে পেরে। পরিস্থিত হালকা করে অবশেষে উইলিয়ামসন এত বড় জয়ের জন্য নিজের প্রতিক্রিয়া জাহির করে যান।