ওয়েব ডেস্ক: বিশ্বরেকর্ড গড়লেন শ্রীলঙ্কার বর্ষীয়ান স্পিনার রঙ্গনা হেরাথ। মূলত তাঁর দুর্দান্ত বোলিংয়ের উপর ভর করেই দুই টেস্টের সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। ম্যাচে মোট ১১ উইকেট পেয়েছেন হেরাথ। সেই সঙ্গে পৌঁছেছেন টেস্ট ক্রিকেটের ৪০০ উইকেটের মাইলস্টোনে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ১৪তম বোলার হিসেবে ৪০০ উইকেট পাওয়ার নজির স্পর্শ করলেন রঙ্গনা হেরাথ। তবে, স্পিনারদের হিসেব ধরলে তিনি বিশ্বের পঞ্চম স্পিনার হিসেবে ৪০০ উইকেট দখল করার নজির গড়লেন। তাঁর আগে যে চার স্পিনার ৪০০ উইকেট পেয়েছেন, তাঁরা হলেন- মুরলীথরন, ওয়ার্ন, কুম্বলে এবং হরভজন। হেরাথের কৃতিত্ব অবশ্য আরও বেশি। কারণ, তিনিই একমাত্র বাঁ হাতি স্পিনার হিসেবে এই নজির গড়লেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ফের ভারতীয় দলে ডাক পাওয়ার পর আশিস নেহরা কী বললেন জানেন?


হেরাথের রেকর্ড শুধু এতেই শেষ নয়। এই গ্রহের প্রথম এবং একমাত্র ক্রিকেটার হিসেবে তিনি শুধু পাকিস্তানের বিরুদ্ধেই টেস্টে ১০০ উইকেট নিলেন। এর আগে এই রেকর্ড ছিল ভারতের কপিল দেবের। তিনি পেয়েছিলেন ৯৯ টি উইকেট। আবু ধাবিতে পাকিস্তানকে হারিয়ে নিজের রেকর্ডের কথা জানার পর হেরাথের প্রতিক্রিয়া, 'তাই? পাকিস্তানের বিরুদ্ধে ১০০ উইকেট পেলাম! তাহলে বোধহয়, ওদের বিরুদ্ধে বেশি ম্যাচ খেলেছি। যাই হোক, ভাল লাগছে খুব।'


আরও পড়ুন  টি২০ সিরিজের দলে সূযোগ না পেয়ে কী বললেন অজিঙ্কা রাহানে?