নিজস্ব প্রতিবেদন : নিখুঁত ব্যাটিংয়ে নজর কাড়লেন বাংলার মনোজ তিওয়ারি। কল্যাণীতে  হায়দরাবাদের বিরুদ্ধে রঞ্জিতে ট্রিপল সেঞ্চুরি হাঁকালেন মনোজ। দেবাং গান্ধীর পর বাংলার দ্বিতীয় ক্রিকেটার হিসেবে রঞ্জিতে ত্রিশতরান করলেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার হায়দরাবাদের বিরুদ্ধে ২২ রানে দুই উইকেট পড়ে যাওয়ার পর হাল ধরেন মনোজ তিওয়ারি। গতকালই একবার জীবনদান পান তিনি। এরপর প্রথম শ্রেণির ক্রিকেট কেরিয়ারের ২৭তম সেঞ্চুরিটি করে ফেলেন মনোজ। গতকাল ১৫৬ রানে অপরাজিত ছিলেন মনোজ। এরপর সোমবার সকাল থেকেই নিজের ঢঙে ব্যাট করতে থাকেন মনোজ।


২৯৬ বলে সোমবার কেরিয়ারের ষষ্ঠ দ্বিশতরান করেন তিনি। তবে ডাবল সেঞ্চুরি করে থামেননি মনোজ। কেরিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরিটি করে ফেললেন তিনি। ৪১৪ বলে ৩০ টি চার আর ৫টি ছয়ে সাজানো মনোজের অপরাজিত ৩০৩ রানের ইনিংস। মনোজের ট্রিপল সেঞ্চুরি হতেই অবশ্য বাংলা তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয় ৭ উইকেটে ৬৩৫ রান তুলে।


আরও পড়ুন - প্রথম বল থেকেই কিউইদের ওপর চাপ তৈরি করতে চান ক্যাপ্টেন কোহলি!