নিজস্ব প্রতিবেদন: সিদ্ধান্ত বদলে দিল্লির হয়ে রঞ্জি ট্রফি খেলবেন ইশান্ত শর্মা। ইতিমধ্যেই দলে যোগ দিয়েছেন টিম ইন্ডিয়ার এই অভিজ্ঞ জোরে বোলার। তবে প্রথম ম্যাচে তাঁর সার্ভিস পাবে না দিল্লি। এ দিকে রঞ্জি মরশুম শুরু হওয়ার আগে যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক যশ ধুলকে বাড়তি দায়িত্ব দেওয়া হল। এই ডানহাতি ওপেন করবেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করোনার জন্য সবকটা রঞ্জি খেলিয়ে দলকে পাঁচদিনের নিভৃতবাসে থাকতে হবে। ইশান্ত প্রথম ম্যাচের আগে দলের সঙ্গে নিভৃতবাসে ছিলেন না। তাই বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা তামিলনাড়ুর বিরুদ্ধে খেলতে পারবেন না তিনি। তবে ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা ঝাড়খণ্ডের বিরুদ্ধে খেলবেন এই ডানহাতি পেসার।


নাম প্রকাশে অনিচ্ছুক দিল্লির এক কর্তা বলেন, “ইশান্ত বুধবার দলে যোগ দিয়েছে। তবে দ্বিতীয় ম্যাচ থেকে খেলবে। ইশান্ত ছাড়া নবদীপ সাইনিও দলে রয়েছে। ও শুরু থেকেই খেলবে। ফলে দিল্লির শক্তি বাড়ল।“


আরও পড়ুন: কেমন হতে পারে Team India-র প্রথম একাদশ? ছবিতে দেখুন


আরও পড়ুন: INDvsWI: শঙ্খ বাজিয়ে, পতাকা নাড়িয়ে ইডেনের একমাত্র সমর্থক Sachin প্রিয় Sudhir Gautam


নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট ফাইনাল খেলার পর ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র দুটি টেস্ট খেলেছিলেন ইশান্ত। এরপর দক্ষিণ আফ্রিকা সফরে তাঁকে সুযোগ দেওয়া হয়নি। তাঁর বদলে মহম্মদ সিরাজের উপর ভরসা রেখেছিলেন রাহুল দ্রাবিড়। দেশে ফিরে কিউইদের বিরুদ্ধে কানপুর টেস্ট খেললেও, মুম্বই টেস্টের দল থেকে বাদ পড়েন ইশান্ত।


ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজেও তাঁকে সুযোগ দেওয়া হবে কিনা সেটা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এ দিকে আইপিএল-এর নিলামেও অবিক্রীত রয়েছেন। তাই ক্রিকেট পন্ডিতদের মতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই সিদ্ধান্ত বদল করলেন ইশান্ত।


এ দিকে দিল্লির হেড কোচ রাজকুমার শর্মা জানিয়ে দিলেন যে আসন্ন মরশুমে দলের হয়ে ওপেন করবেন যশ ধুল। রাজকুমার বলেন, “যুব বিশ্বকাপ জিতে আসার পর যশ আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে। তাই ও ধ্রুব শোরে-র সঙ্গে ওপেন করবে।“


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App