নিজস্ব প্রতিবেদন: রাজকোটে রঞ্জি ফাইনালে দোলের দিন সকাল বাংলার পারফরম্যান্সে তেমন রঙ না থাকলেও শেষ বেলায় রঙ ছড়ালেন বোলাররা। সৌজন্যে অবশ্যই আকাশ দীপ। দোসর ঈশান পোড়েল। তবে অভি ব্যারট এবং বিশ্বরজনীশ জাদেজার হাফ সেঞ্চুরিতে ভর করে প্রথম দিনের শেষে প্রথম ইনিংসে সৌরাষ্ট্রের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২০৬ রান। রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন চেতেশ্বর পূজরা।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন সৌরাষ্ট্রের অধিনায়ক জয়দেব উনাদকাট। রাজকোটের উইকেটে বাংলার দুই পেসার মুকেশ কুমার, ঈশান পোড়েল কিংবা  আকাশ দীপ সৌরাষ্ট্রের দুই ওপেনার হার্ভিক দেশাই এবং অভি ব্যারটের ওপর কোনও প্রভাবই ফেলতে পারেননি। দুজনেই দাপটের সঙ্গে লাঞ্চ বিরতি পর্যন্ত খেলেন। লাঞ্চ বিরতির পর হার্ভিক দেশাইকে (৩৮) ফেরান শাহবাজ।  ৮২ রানের ওপেনিং পার্টনারশিপ করেন দুজনে। এরপর আকাশদীপ ফেরান ব্যারটকে(৫৪)। এদিন তিন নম্বরে চেতেশ্বর পূজারা নামেননি। তিনি নামেন ৬ নম্বরে। তিন নম্বরে নেমে বিশ্বরজনীশ জাদেজা ৫৪ রান করেন। ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই শেলডন জ্যাকসনকে ১৪ রানে সাজঘরে ফেরান ঈশান পোড়েল।  শরীর ভালো না থাকায় পূজারা ৫ রানে সাজঘরে ফিরে যান রিটায়ার্ড হার্ট হয়ে। আর শেষ বেলায় চেতন সাকারিয়াকে(৪) ফেরান আকাশদীপ।  


দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ২০৬ রান তুলেছে সৌরাষ্ট্র। ধীর গতিতে এগোচ্ছে পূজারারা। সকালের দিকে যে বোলাররা সৌরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে ব্যর্থ, সেই বোলাররাই বিকেলে বাংলাকে ম্যাচে ফেরালেন শেষ বেলায়। ফাইনালে বাংলার হয়ে অভিষেক হল সুদীপ কুমার ঘরামির। অভিষেক রমনের পরিবর্তে দলে এলেন তিনি। অন্যদিকে শ্রীবত্স গোস্বামীর জায়গায় খেলছেন ঋদ্ধিমান সাহা। এদিনই রঞ্জিতে শততম ম্যাচ খেলতে নামলেন বাংলার মনোজ তিওয়ারি।


আরও পড়ুন - I LEGAUE 2019-20: মঙ্গলবার কল্যাণীতে আইজলকে হারালেই আই লিগ মোহনবাগানের