ওয়েব ডেস্ক: ফের রঞ্জি ট্রফিতে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতি চালু করতে চলেছে বিসিসিআই। গত বছর সৌরভ গাঙ্গুলির টেকনিক্যাল কমিটির সুপারিশে রঞ্জি ট্রফিতে নিরপেক্ষ ভেনুতে খেলতে হয়েছিল প্রতিটি দলকে। কিন্তু এবছর রঞ্জি ট্রফিতে খেলা অধিনায়কদের কনক্লেভে এই নিরপেক্ষ ভেনু নিয়ে আপত্তি তোলেন সকলেই। সেকারনে এই পদ্ধতি পরিবর্তন করে পুরনো ফরম্যাটে ফইরতে চাইছে বিসিসিআই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন সিরিজের প্রথম টেস্ট জয়ের পর গোটা ভারতীয় দল মাতল সেলিব্রেশনে


দোসরা অগাস্ট কলকাতায় বিসিসিআই-এর টেকনিক্যাল কমিটির বৈঠক হবে। সেখানেই এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে বিসিসিআই-এর বেশিরভাগ রাজ্য সংস্থাই মনে করছে নিরপেক্ষ ভেনুতে রঞ্জি ট্রফির খেলার সিদ্ধান্ত ফ্লপ করেছে।  


আরও পড়ুন  প্রথম টেস্ট জিতেও কলম্বোতে ওপেনিং জুটি ঠিক করতে নাজেহাল বিরাট