Ranji Trophy Semi-Final: সেমির লড়াইয়ের আগে ফুরফুরে বাংলা, খেলতে পারেন ঋত্বিক
কোয়ার্টার ফাইনালে ঝাড়খন্ডকে উড়িয়ে দিয়ে শেষ চারে উঠেছে বাংলা। রান পেয়েছেন সব ব্যাটাররাই। শুধু রান পাওয়াই না, রীতিমতো অবিশ্বাস্য এক রেকর্ড গড়েছেন তাঁরা। প্রথম ইনিংসে বাংলার প্রথম ন`জন ব্যাটারই পঞ্চাশের উপর রান করেছেন যা রঞ্জি ট্রফিতে অভূতপূর্ব।
নিজস্ব প্রতিবেদন: আগামিকাল থেকে শুরু হতে চলেছে রঞ্জিতে বাংলার সেমিফাইনালের (Ranji Trophy Semi-Final) লড়াই। কোয়ার্টার ফাইনালে ঝাড়খন্ডকে উড়িয়ে দিয়ে শেষ চারে উঠেছে বাংলা। রান পেয়েছেন সব ব্যাটাররাই। শুধু রান পাওয়াই না, রীতিমতো অবিশ্বাস্য এক রেকর্ড গড়েছেন তাঁরা। প্রথম ইনিংসে বাংলার প্রথম ন'জন ব্যাটারই পঞ্চাশের উপর রান করেছেন যা রঞ্জি ট্রফিতে অভূতপূর্ব। শেষ চারে বাংলার সামনে কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের মধ্যপ্রদেশ। দলে রয়েছেন আইপিএলে ইডেনে শতরান করা রজত পতিদার, দুরন্ত গতিতে বল করা কুলদীপ সেন। ঘরোয়া ক্রিকেটের খবর যাঁরা নিয়মিত রাখেন, তাঁরা জানেন যে, পণ্ডিত কতটা লড়াকু মানসিকতার। নিজের মানসিকতা দলের ক্রিকেটারদের মধ্যেও ঢুকিয়ে দিতে পেরেছেন। তথাকথিত কোনও বড় তারকা না থাকলেও শেষ চারে উঠতে বিশেষ বেগ পেতে হয়নি তাঁদের।
বিপক্ষকে নিয়ে খুব একটা ভাবিত নয় বঙ্গ শিবির। অভিমন্যু ঈশ্বরণ, শাহবাজ, সুদীপরা বরং রয়েছেন ফুরফুরে মেজাজেই। তবে হাঁটুর চোটে কিছুটা কাবু মনোজ তিওয়ারি। কিন্তু বাংলা শিবির থেকে জানা গিয়েছে যে, সেমিফাইনালে নামবেন মন্ত্রীমশাই। টিম কম্বিনেশনে একটা পরিবর্তন হতে পারে। একজন পেসারকে বসিয়ে খেলানো হতে অতিরিক্ত একজন স্পিনার। সেক্ষেত্রে শাহবাজ আহমেদের সঙ্গে খেলতে পারেন অফস্পিনার ঋত্বিক চট্টোপাধ্যায়। বাংলার কোচ অরুণ লাল জানিয়েছেন, “গত দু'দিন খুব ভাল অনুশীলন হয়েছে, সেমিফাইনালের জন্য আমরা প্রস্তুত। কোয়ার্টার ফাইনালে আমরা মাত্র এক স্পিনারে খেলেছিলাম কিছুটা ঝুঁকি নিয়েই। কিন্তু সায়ন খুব ভালো বল করেছে, উইকেট নিয়েছে। তবে সেমিফাইনালে একজন কম পেসারে নামার পরিকল্পনা রয়েছে। আমরা পিচ দেখেছি। আগের ম্যাচ এখানে ৩ দিনে খেলা শেষ হয়ে গিয়েছে এবং বেশিরভাগ উইকেটই নিয়েছেন পেসাররা। ফলে ম্যাচের দিন সকালেই প্রথম এগারো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।” দীর্ঘদিনের অধরা স্বপ্নকে ছোঁয়ার লক্ষ্যে নামতে চলেছে টিম বাংলা। তীরে এসে তরী ডুবেছে বেশ কয়েকবার তাই এবার আর খামতি রাখতে চাইছেন না কোচ অরুণ লাল।
আরও পড়ুন: IPL Media Rights: ৪১০ ম্যাচের জন্য মিডিয়া স্বত্ব বিক্রি হল ৪৪,০৭৫ কোটি টাকায়!
আরও পড়ুন: Sachin Tendulkar-Shoaib Akhtar: 'এই গড অফ ক্রিকেট কে? ওকে যদি আউট করে দিই!'