নিজস্ব প্রতিবেদন: ক্রিস গেইল (Chris Gayle), রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli), লাসিথ মালিঙ্গা (Lasith Malinga)- টি-টোয়েন্টি ক্রিকেটের বড় বড় নাম। রাঘব-বোয়ালদের হারিয়ে দশ বছরে সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার ( ICC Men’s T20I Player of the Decade) হলেন  আফগান স্পিনার রশিদ খান (Rashid Khan)।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১১ সালের পয়লা জানুয়ারি থেকে ২০২০ সালের ৭ অক্টোবরের মধ্যে ৪৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আফগান স্পিনার রশিদ খান (Rashid Khan)। নিয়েছেন ৮৯টি উইকেট। ইকোনমি রেট ৬.১৪। বোলিং গড় ১২.৬২।



সম্মানিত রশিদ খান (Rashid Khan) এক ভিডিয়ো বার্তায় জানিয়েছেন, "এই পুরস্কার পেয়ে আমি ভাষা হারিয়ে ফেলেছি। ফ্যানদের ধন্যবাদ। আফগানিস্তান থেকে কেউ এই পুরস্কার পাচ্ছে...আমার কাছে বিশেষ মুহূর্ত।"


আরও পড়ুন- ICC Awards of the decade: দশ বছরে বিরাটের ধারে কাছে কেউ নেই, সম্মান দিয়ে জানিয়ে দিল ICC


দশকের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটারদের তালিকায় রশিদ খানের (Rashid Khan) সঙ্গে ছিলেন- বিরাট কোহলি, রোহিত শর্মা, লাসিথ মালিঙ্গা, ইমরান তাহির, অ্যারন ফিঞ্চ এবং ক্রিস গেইল।


আরও পড়ুন- ICC Awards of the decade: দশ বছরে সেরা টেস্ট ক্রিকেটার STEVE SMITH