Ravi Dahiya, CWG 2022 : ৫৭ কেজি বিভাগে সোনা জিতে বজরঙ্গ, সাক্ষী, দীপকের তালিকায় নাম লেখালেন রবি দাহিয়া
কেরিয়ারে প্রথমবার কমনওয়েলথে পদক পেলেন রবি দাহিয়া। তাও আবার সোনা জিতে রিং ছাড়লেন ভারতের এই কুস্তিগীর।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: চলতি কমনওয়েলথ গেমসে ভারতের কুস্তিগীরদের দাপট বজায় রয়েছে। শনিবার রিংয়ে নেমেই সোনা জিতলেন রবি দাহিয়া। ৫৭ কেজি বিভাগে নাইজেরিয়ার প্রতিপক্ষ উইলসনকে হেলায় হারিয়ে সোনা জিতে নিলেন এই কুস্তিগীর। খেলার ফলাফল রবির পক্ষে ১০-০।
নাইজেরিয়ার উয়েলসনকে সহজেই টেকনিকাল সুপারিওরিটিতে হারালেন রবি দাহিয়া। টোকিয়ো অলিম্পিক্সে রুপো জয়ের পর এ বার কমনওয়েলথে সোনা পেলেন রবি দাহিয়া। এর আগে শুক্রবার বজরঙ্গ পুনিয়া, সাক্ষী মালিক ও দীপক পুনিয়ার মতো পালোয়ান সোনা জিতেছিলেন। এ বার সেই তালিকায় নাম লিখিয়ে ফেললেন রবি।
ফাইনালে প্রথমেই ওয়েলসনের বিরুদ্ধে 'লেগ অ্যাটাক' করেন রবি। বিপক্ষের পা ধরে একেবারে লক করে দেন। এর পর একের পর এক প্যাচ দিতে দিতে ওয়েলসনকে ফেলে দেন কোর্টের বাইরে। প্রথম মুভ থেকেই নিশ্চিত করেন ৮ পয়েন্ট। তার পরে ঠিক এক কায়দায় আরও দুই পয়েন্ট ছিনিয়ে নিয়ে সোনা জয় নিশ্চিত করলেন তিনি। টোকিও গেমসের ফাইনালে জাভুর উগুয়েভের কাছে ৪-৭ পয়েন্টে হেরে রবি দাহিয়াকে হারাতে হয়েছিল সোনা।
সেমিফাইনালে পাকিস্তানের আসাদ আলিকে ১২-৪ ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসে ভর করেই ফাইনালে খেলতে নেমেছিলেন অলিম্পিক্সের রুপোজয়ী, সেই আত্মবিশ্বাসের উপর ভর করেই সোনা জিতে নিলেন তিনি।
আরও পড়ুন: PV Sindhu, CWG 2022: পরিশ্রমের ফল, কামব্যাক করে শেষ চারে সিন্ধু
আরও পড়ুন: CWG 2022 : সিয়াচেনে ডিউটি থেকে স্টিপলচেজে রুপো, জওয়ান অবিনাশের উত্থান