নিজস্ব প্রতিবেদন: সুশীল কুমারের (Sushil Kumar) পর কুস্তিতে ভারতকে রুপো এনে দিয়েছেন রবি কুমার দাহিয়া (Ravi Dahiya)। গোটা দেশ গর্বিত বছর তেইশের হরিয়ানার কুস্তিগীরের জন্য। তবে রবির পদকের পরেই তাঁর গ্রাম স্বপ্ন দেখছে জীবন বদলের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গ্রামবাসীর আশায় এখন পানীয় জলের সরবরাহ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, পাকা রাস্তা ও নিকটবর্তী একটি হাসপাতাল! হরিয়ানার প্রত্যন্ত গ্রাম নহরিতে থাকেন দাহিয়া। যেখানে বাস ১৫ হাজার মানুষের। রবির গ্রামে সারা দিনে ৮ ঘণ্টার জন্য বিদ্যুৎ থাকে। সকালে ২ ঘণ্টা ও সন্ধ্যায় ৬ ঘণ্টা। যদিও রবির ম্যাচের দিনগুলোয় স্থানীয় প্রশাশন দুপুরেও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করেছে। যাতে গ্রামের মানুষ টিভি-তে রবির খেলা দেখতে পারেন।


আরও পড়ুন: Ravi Dahiya: কুস্তির আকাশে 'রবি'র উদয়, ভারতকে অলিম্পিক্স থেকে রুপো এনে দিলেন দাহিয়া


রবির বাবা রাকেশ দাহিয়া মিডিয়াকে বলছেন, "এবার মনে হচ্ছে আমাদের সমস্যা দূর হয়ে যাবে। জলও পর্যাপ্ত পেয়ে যাবে। আশা করছি রবির পদকের পর আমারা ২৪ ঘণ্টা বিদ্যুৎ পেয়ে যাব। গ্রামের উন্নয়ন হবে।" নহরির নিকটবর্তী হাসপাতাল সোনপথে। দীর্ঘদিন ধরে রবির গ্রামের মানুষ স্থানীয় হাসপাতালের দাবি জানিয়ে আসছেন। তাঁরা এবার ভাবছেন যে, রবির জয়ে হাসপাতালও হয়ে যাবে।


হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর জানিয়েছেন যে, রবি রুপো জয়ের জন্য নগদ ৪ কোটি টাকা পাওয়ার পাশাপাশি পাবেন সরকারি চাকরিও। তাঁর গ্রামেই বানিয়ে দেওয়া হবে অত্যাধুনিক সুযোগসুবিধা সম্পন্ন কুস্তীর ইন্ডোর স্টেডিয়ামও। তবে জল, বিদ্যুৎ, রাস্তা ও হাসপাতালের ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)