নিজস্ব প্রতিবেদন : টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে রবি শাস্ত্রীকে ঘিরে অনিশ্চয়তা কি কাটতে চলেছে? ক্রিকেট অ্যাডভাইসরি কমিটির এক সদস্যের বক্তব্যে ইঙ্গিত মিলছে কোহলিদের হেড কোচ হিসেবে রবি শাস্ত্রীর নামই প্রায় চূড়ান্ত। কারণ বিদেশি কোচ নিয়োগে সায় নেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



রোহিত-কোহলিদের কোচ বেছে নিতে তিন সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করেছে বিসিসিআই-এর প্রশাসনিক কমিটি। সেই উপদেষ্টা কমিটিতে রয়েছেন- কপিল দেব, অংশুমান গায়কোয়াড এবং শান্তা রঙ্গস্বামী। ইতিমধ্যেই টিম ইন্ডিয়ার হেড কোচ নির্বাচনের জন্য বোর্ডের প্রশাসনিক কমিটির ছাড়পত্র পেয়ে গিয়েছে ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি। সেই ক্রিকেট অ্যাডভাইসরি কমিটির এক সদস্য সংবাদসংস্থা IANS কে এক সাক্ষাত্কারে বলেন, " আমরা বিদেশি কোচ আনতে চাই না। হ্যাঁ যদি গ্যারি কারস্টেনের মতো কেউ আবেদন করতেন ভেবে দেখতাম। আর সেটা যদি না হয়, তাহলে একজন ভারতীয় কোচই অগ্রাধিকার পাবে। তার ওপর ভারতীয় কোচের অধীনে ভালো ফল করছে দল। তো কেন কোচ বদল করতে যাব? এখন যে অবস্থায় দাঁড়িয়ে তাতে কোচ হিসেবে শাস্ত্রীই ফেভারিট। হয়তো ওর হাতেই নতুন চুক্তি তুলে দেওয়া হবে।"   


আরও পড়ুন - তৃতীয় ম্যাচে ৭ উইকেটে জয়; টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া


কয়েকদিন আগে বোর্ডের এক শীর্ষকর্তাও, টিম ইন্ডিয়ার ট্র্যান্জিসন পিরিয়ডে শাস্ত্রীরই কোচ হিসেবে থাকা উচিত্ বলে জানিয়েছিলেন। ক্যারিবিয়ান সফরে উড়ে যাওয়ার আগে ভারত অধিনায়ক বিরাট কোহলিও কোচ হিসেবে রবি শাস্ত্রীর জন্যই সওয়াল করেছিলেন।