জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (ICC World Test Championship Final 2023) প্রথম একাদশে জায়গা হয়নি রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin)। ফাইনালের পরে টিম ইন্ডিয়ার (Team India) ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন তারকা অফস্পিনার। এবার তাঁর মন্তব্যের পালটা দিলেন রবি শাস্ত্রী (Ravi Shastri)। তিনি বলেছেন, জীবনে পাঁচ জন বন্ধু  হলেই চলে। এর বেশি কাউকে দরকার নেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অশ্বিনের দাবি ছিল, ক্রিকেটে দলে ঢোকার জন্য প্রতিযোগিতা বেড়ে গিয়েছে ইদানীং কালে। সেই কারণে দলের খেলোয়াড়রা একে অন্যের সঙ্গে সময় কাটানো, গল্প, আড্ডা, এসবের আর জায়গা নেই। বলা ভাল, বন্ধুত্ব ভুলে কাজেই মন ক্রিকেটারদের। আর তাতেই হয়তো নিজেদের মধ্যে বোঝাপড়ার অভাব দেখা দিচ্ছে। অশ্বিন বলেন, "একটা সময় ছিল যখন সতীর্থরা বন্ধু ছিল। আর এখন তারা শুধুই কলিগ। আসলে সময় বদলে গিয়েছে। কারণ আশপাশের লোকেরা সবসময় নিজেকে আপনার থেকে এগিয়ে রাখার চেষ্টা করে চলেছে। তাই কারও কাছেই আর এটা বলার সময় নেই যে, কী রে, কেমন আছিস।"


আরও পড়ুন: MS Dhoni and Sunil Gavaskar: ধোনি নন, সানির চোখে প্রকৃত 'ক্যাপ্টন কুল' কে? নাম জানলে অবাক হবেন


আরও পড়ুন: Virat Kohli and Ishant Sharma: 'সারা রাত পার্টি করে বিরাট ২৫০ করেছিল!' কোহলির অচেনা রূপ সামনে আনলেন ঈশান্ত


অশ্বিন বোঝাতে চাইলেন, সকলেই যেন একে অন্যকে ছাপিয়ে যাওয়ায় ইঁদুর দৌড়ে নেমে পড়েছেন। জাতীয় দলের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী অশ্বিনকে পালটা দিয়ে বলছেন, সবসময়ে সতীর্থই ছিল। সে কমেন্ট্রি বক্স হোক বা ড্রেসিংরুম। শাস্ত্রী বলেছেন, "আমার কাছে সব সময়েই সতীর্থ ছিল। একজন লোকের কতজন ঘনিষ্ঠ বন্ধু দরকার? কাউকে জিজ্ঞাসা করা হলে সে বলবে জীবনে ৪-৫ জন যথেষ্ট। আমার জীবনে পাঁচজন ঘনিষ্ঠ বন্ধুই যথেষ্ট। এর বেশি আমার দরকার নেই।আমি বলতে চাইছি,  সব সময়েই সতীর্থ ছিল। সে ধারাভাষ্যের বক্স হোক বা ড্রেসিংরুম।" 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)