নিজস্ব প্রতিবেদন: ২০১৯ বিশ্বকাপের সময় বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মার (Rohit Sharma) সম্পর্ক নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল মিডিয়ায়। বিভিন্ন মুখরোচক খবর ছড়িয়ে পড়েছিল তাঁদের সম্পর্কের রসায়ন নিয়ে। বলা হয়েছিল ভারতীয় দলের অধিনায়ক ও সহ-অধিনায়কের মধ্যে এক 'সংঘাত' বিদ্যমান। এমনকী দলের মধ্যে দু'টি ভিন্ন লবি চলে বলেও খবর হয়েছিল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুনPele: হাসপাতালে কিংবদন্তি! উদ্বিগ্ন ফুটবল বিশ্ব, কেমন আছেন পেলে?


এবার বিরাট-রোহিতের সম্পর্ক নিয়ে মুখ খুললেন জাতীয় দলের হেডকোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। টাইমস নাওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এরকম খবর নেহাতই গুজব বলে উড়িয়ে দিলেন। শাস্ত্রী বলেন,"আমি এরকম কিছু দেখিনি। যখন লোকে আমাকে বিরাট-রোহিতের সম্পর্ক নিয়ে কথা বলেছে, তখন আমি বলেছি আমি কিছুই দেখিনি, যেটা তাঁরা দেখেছেন। সবসময় ওদের মেলবন্ধন ভাল ছিল। এর প্রভাব যদি দলের ওপর পড়ত, তাহলে আমি মুখের ওপর বলে দিতাম। কারণ আমি সেরকমই মানুষ যে প্রথমদিনই বলে দেয়, তার কোনটা চাই দলের মধ্যে।"মাঠে বিরাট-রোহিতের সম্পর্কের প্রতিফলন ফুটে ওঠে। একে-অপরকে তাতাতে বা সাফল্য ভাগ করে নেন প্রকৃত সতীর্থের মতোই।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)