ওয়েব ডেস্ক: জল্পনা শেষ। ভারতের কোচ হতে চেয়ে আবেদন রবি শাস্ত্রীর। নয়া কোচের দৌড়ে আপাতত এগিয়ে শাস্ত্রীই। ভারতীয় দলের কোচ হতে চেয়ে আবেদন করলেন রবি শাস্ত্রী। বেশ কিছুদিন ধরেই ভারতের প্রাক্তন অধিনায়ককে নিয়ে জল্পনা চলছিল। তার অবসান ঘটালেন। বিসিসিআই সূত্রে জানা গেছে সচিন তেন্ডুলকরের অনুরোধ ফেলতে পারেননি রবি। অনিল কুম্বলের পদত্যাগের পরই রবি শাস্ত্রীকে অনুরোধ করেন বিসিসিআই-এর পরামর্শদাতা কমিটির সদস্য সচিন তেন্ডুলকর। পাশাপাশি বিরাট কোহলি সহ ভারতীয় দলের প্রায় সব ক্রিকেটারই চাইছেন রবি শাস্ত্রী হাল ধরুন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ক্রিকেটার না হলে কী হতেন হরভজন সিং, জানালেন বীরেন্দ্র সেহবাগ


সচিন ও ক্রিকেটারদের ইচ্ছাকে সম্মান জানাতেই না কি রবি আবেদন করলেন। দশই জুলাই ভারতীয় দলের কোচ বাছাইয়ে বসবে পরামর্শদাতা কমিটি। সেদিন সচিন-সৌরভদের সামনে ইন্টারভিউয়ে বসতে হবে শাস্ত্রীকে। দুহাজার চোদ্দ থেকে দুহাজার ষোল পর্যন্ত ভারতীয় দলের ডিরেক্টর পদে কাজ করেছিলেন রবি শাস্ত্রী। তার অধীনে দুহাজার পনেরোতে ভারত  বাইশ বছর পর শ্রীলঙ্কার মাটিতে জিতেছিল টেস্ট সিরিজ। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে তিন-শূণ্য ব্যবধানে হারিয়ে টেস্ট সিরিজ জিতেছিল।


আরও পড়ুন  অ্যান্টিগাতে অচেনা ধোনি, ফিনিসার মাহির ভূমিকা নিয়ে প্রশ্ন