শাস্ত্রীই হেড স্যার, জানিয়ে দিল বিসিসিআই, বোলিং কোচ হলেন জাহির, বিদেশ সফরে ব্যাটিং কোচ দ্রাবিড়
ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রীই। জানিয়ে দিল BCCI। বিদেশ সফরে ব্যাটিং কোচ রাহুল দ্রাবিড়। ভারতীয় দলের বোলিং কোচ জাহির খান। জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
ব্যুরো: ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রীই। জানিয়ে দিল BCCI। বিদেশ সফরে ব্যাটিং কোচ রাহুল দ্রাবিড়। ভারতীয় দলের বোলিং কোচ জাহির খান। জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
পনেরো মাস পর ফের ভারতীয় দলে প্রত্যাবর্তন রবি শাস্ত্রীর। এবার কোচ হিসাবে। ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত রবি শাস্ত্রীর হাতে ভারতীয় দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। এর আগে ২০১৪ থেকে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত রবি শাস্ত্রী ভারতীয় দলের টিম ডিরেক্টর ছিলেন। তারপর রবি শাস্ত্রীকে সরিয়ে কোচ হয়েছিলেন অনিল কুম্বলে। এবার সেই কুম্বলেকে সরিয়েই ভারতীয় দলের কোচের পদে বসলেন শাস্ত্রী। এর আগে ২০০৭ সালে গ্রেগ চ্যাপেল ভারতের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর রবি শাস্ত্রী ভারতীয় দলের ম্যানেজার হয়েছিলেন। টিম ডিরেক্টর পদে থাকার সময় রবি শাস্ত্রী সবথেকে বড় সাফল্য টেস্টে এক নম্বর স্থানে ভারতকে নিয়ে যাওয়া। তিনি টিম ডিরেক্টর থাকার সময়ই ভারতীয় দলের নেতৃত্ব পেয়েছিলেন বিরাট কোহলি। আরও পড়ুন- বিরাট বুঝিয়ে দিলেন তিনিই 'কিং মেকার', ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত ভারতের কোচ রবি শাস্ত্রী
এক নজরে রবি শাস্ত্রীর ট্র্যাক রেকর্ড
৮০টি আন্তর্জাতিক টেস্ট ম্যাচে মোট রান- ৩৮৩০। (শতরান-১১ অর্ধশতরান-১২, সর্বোচ্চ-২০৬) বোলিং রেকর্ড- ১৫১ উইকেট (সর্বোচ্চ-৫/৭৫)
১৫০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে মোট রান- ৩১০৮। (শতরান-৪ অর্ধশতরান-১৮, সর্বোচ্চ-১০৯) বোলিং রেকর্ড- ১২৯ উইকেট (সর্বোচ্চ-৫/১৫)