WATCH | Ravichandran Ashwin: `খেলার জন্য জীবনে বহুকিছু পেয়েছি`, অবসর ঘোষণা করে আবেগপ্রবণ অশ্বিন
Ravichandran Ashwin: আবেগপ্রবন অশ্বিন বলেন, ক্রিকেট সব ফরম্যাটে আজই আমার শেষ দিন। রোহিত-সহ দলের অন্যান্য সদস্যদের সঙ্গে বহু ভালো স্মৃতি থেকে যাবে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর নিলেন অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। বুধবার ব্রিজবেনে রোহিত শর্মাকে পাশে বসিয়ে অবসরের কথা ঘোষণা করে দেন ভারতীয় অফ স্পিনার। অর্থাত্ ব্রিজবেনে আর দুটি টেস্টে আর দেখা যাবে না অশ্বিনকে। ক্যাপ্টের রোহিত শর্মাও জানিয়েছেন বৃহস্পতিবারই দেশে ফিরে যাবেন অশ্বিন।
এদিন সাংবাদিক সম্মেলনে আবেগপ্রবন অশ্বিন বলেন, ক্রিকেট সব ফরম্যাটে আজই আমার শেষ দিন। তবে মনে করি এখনও আমার মধ্যে ক্রিকেট উত্তেজনা বেঁচে আছে। আশা করছি ক্লাবস্তরের ক্রিকেট খেলব। এতদিন ক্রিকেটে চুটিয়ে উপভোগ করেছি। জীবনে অনেককিছু পেয়েছি ক্রিকেট থেকে। রোহিত-সহ দলের অন্যান্য সদস্যদের সঙ্গে বহু ভালো স্মৃতি থেকে যাবে। আমার গোটা কেরিয়ারের জন্য অনেককেই ধন্যবাদ জানাতে হবে। তবে বিসিসিআইয়ের কথা না বললে অন্যায় হবে। রোহিত, বিরাট, রাহানে, পূজারার কাছে ঋণী।
কেরিয়ারের শেষে অশ্বিনের ঝুলিতে ১০৬ টেস্টে ৫৩৭ উইকেট, ৩৫০৩ রান। ২০১১ সালের বিশ্বকাপ জয়ী দলেও ছিলেন অশ্বিন। বর্তমানে দেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট রয়েছে অশ্বিনের ঝুলিতে। তার আগে রয়েছেন একমাত্র অনিল কুম্বলে। ১৩২ টেস্ট খেলে তাঁর ঝুলিতে রয়েছে ৬১৯ উইকেট।
কেরিয়ারে মোট ১১৬টি একদিনের ম্যাচ খেলেছেন অশ্বিন। তুলে নিয়েছেন ১৫৬ উইকেট। গড় ৩০.২০। সেরার পারফরমেন্স ২৫ রানে ৪ উইকেট। একদিনেক ক্রিকেটে তিনি ১৩তম সর্বোচ্চ উইকেট প্রাপক।
আরও পড়ুন-মুদিখানা দোকানেই চোলাইয়ের ব্যবসা, লাঠি হাতে তেড়ে গেলেন এলাকার মহিলারা, তারপর...
ব্রিসবেন টেস্টের শেষ দিনে বৃষ্টির কারণে আগেভাগেই চা বিরতির ঘোষণা হয়ে যায়। খেলোয়াড়েরা তাই ড্রেসিংরুমেই ছিলেন। ঠিক এমন সময় টিভি ক্যামেরা গেল ভারতের ড্রেসিংরুমের দিকে। রবিচন্দ্রন অশ্বিনকে খুব আবেগপ্রবণ দেখাচ্ছিল। বিরাট কোহলিকে তিনি কিছু একটা বলতেই তাঁর সঙ্গে আলিঙ্গন করেন। বোঝা যাচ্ছিল, কিছু একটা ঘটতে চলেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)