Ravichandran Ashwin, IND vs PAK: বাবর আজমদের পাকিস্তানকে নিয়ে বড় মন্তব্য করে দিলেন অশ্বিন! কী বললেন?
IND vs PAK: সম্প্রতি বাহরিনে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের জরুরি সভায় জয় শাহ জানিয়ে দেন, ভারতীয় দলকে পাকিস্তানে খেলতে যাওয়ার ব্যাপারে কেন্দ্রীয় সরকার অনুমতি দেবে না। সেটা শুনে নাজম শেঠি বলে ওঠেন, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না গেলে পিসিবিও ভারতে বিশ্বকাপ খেলতে দল পাঠাবে না।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানে (Pakistan) আসন্ন এশিয়া কাপ (Asia Cup 2023) আয়োজন নিয়ে বিসিসিআই (BCCI) ও পিসিবি (PCB) চাপান-উতোর অব্যাহত। এরই মাঝে এই স্পর্শকাতর ইস্যুতে ঢুকে গেলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। তাঁর দাবি, শেষ পর্যন্ত প্রতিবেশী দেশে ভারতীয় দল এশিয়া কাপ খেলতে না গেলেও, বাবর আজমদের (Babar Azam) পক্ষে বিশ্বকাপ (ICC World Cup 2023) খেলতে না আসা একেবারে অসম্ভব। নিজের ইউ টিউব চ্যানেলে এমনটাই দাবি করেছেন, টিম ইন্ডিয়ার (Team India) অভিজ্ঞ অফ স্পিনার। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (Asian Cricket Council) সভাপতি তথা বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ (Jay Shah) পাকিস্তান থেকে এশিয়া কাপ সরানোর বার্তা দিতেই, পাকিস্তান বাজার গরম করতে নেমে পড়েছে। চলতি বছর অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে আয়োজিত হবে ৫০ ওভারের বিশ্বকাপ। সেই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর কথাও শুনিয়ে রেখেছন পিসিবি-র চেয়ারম্যান নাজম শেটি (Najam Sethi)। যদিও অশ্বিনের দাবি, পাকিস্তানের পক্ষে বিশ্বকাপকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়।
অশ্বিন বলেন, "এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার কথা। কিন্তু সেখানে প্রতিযোগিতা আয়োজিত হলে সেখানে ভারত অংশ নেবে না। সেটা অনেক আগেই জানিয়ে দেওয়া হয়েছে। ভারতের অংশগ্রহণ চাইলে এশিয়া কাপ সরাতে হবে পাকিস্তান থেকে। এমন পরিস্থিতি আগেও হয়েছে। আমরা যখন বলেছি পাকিস্তানে খেলতে যাব না, তখন পালটা তারাও বলেছেন আমাদের দেশে খেলতে না আসার কথা। পাকিস্তানও এবার বলছে তারা বিশ্বকাপ খেলতে আসবে না। যদিও আমি মনে করি এটা সম্ভব নয়।"
আরও পড়ুন: Anil Kumble, IND vs PAK: জিম লেকারের পর দ্বিতীয় বোলার হিসেবে অনিল কুম্বলের ইতিহাস সৃষ্টি করার দিন
সম্প্রতি বাহরিনে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের জরুরি সভায় জয় শাহ জানিয়ে দেন, ভারতীয় দলকে পাকিস্তানে খেলতে যাওয়ার ব্যাপারে কেন্দ্রীয় সরকার অনুমতি দেবে না। সেটা শুনে নাজম শেঠি বলে ওঠেন, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না গেলে পিসিবিও ভারতে বিশ্বকাপ খেলতে দল পাঠাবে না। এশিয়া কাপের আয়োজক হিসেবে পাকিস্তান থাকলে অবশ্য আপত্তি নেই বিসিসিআই-এর। ভারত না থাকলে এশিয়া কাপের জৌলুস কমবে। স্পনসররা পিছু হঠবেন। এই আবহে মার্চে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সেপ্টেম্বরে এশিয়া কাপ কোথায় হবে।
শোনা যাচ্ছে এশিয়া কাপের আয়োজক হিসেবে দুটি বিকল্প দেশ ভেবে রাখা হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহি ছাড়া শ্রীলঙ্কাকে বেছে নিতে পারে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সংযুক্ত আরব আমিরশাহিতে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ আয়োজন করা হয়েছিল। অক্টোবর-নভেম্বরে যেহেতু ভারতে বিশ্বকাপের আসর বসবে, তাই এবারের এশিয়া কাপ হবে ৫০ ওভারের ফরম্যাটেই। শ্রীলঙ্কাকেও বিকল্প ভেন্যু হিসেবে দেখা যেতে পারে।