ওয়েব ডেস্ক: 'নো টার্ন', ঘূর্ণির বদলে তাই কি বলের মুভমেন্টে ফোকাস করছেন বিশ্বের অন্যতম সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন? বিসিসিআই প্রকাশিত ভিডিও দেখে এই প্রশ্নটাই করছেন অনেকে। সেঞ্চুরিয়ানে দ্বিতীয় টেস্টের প্রাক প্রস্তুতিতে হাত ঘোরালেন বটে অশ্বিন, তবে বল কিন্তু ঘুরল না। এরপরই অশ্বিনকে দেখা গেল মিডিয়াম ফাস্ট বল করতে। 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেপটাউনে ফিল্যান্ডারের আগুনে বোলিংয়ের সামনে আত্মসমর্পণ করেছিল ভারত। হার্দিক পান্ডিয়া ছাড়া কোনও ব্যাটসম্যানই ৫০ রানের গণ্ডি পার করতে পারেনি। দ্বিতীয় ইনিংসে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন অশ্বিন। তবে ফল কিছুই ঘটেনি। পুরনো রোগে আক্রান্ত হয়েই একের পর এক উইকেট দিয়েছেন ভারতীয় ব্যাটসম্যানরা। আর যার ফলে ৭২ রানে ম্যাচ হারতে হয় বিরাট ব্রিগেডকে। 


আরও পড়ুন- সানার গুগলিতে স্টাম্প আউট সৌরভ!


ফ্রিডম সিরিজের প্রথম ম্যাচে জয়ের পর প্রোটিয় কোচ আরও জোর দিয়েছেন পেস অ্যাটাকেই। সেঞ্চুরিয়ানেও ভারতের জন্য অপেক্ষা করছে গ্রিন টপ। আর তার সঙ্গেই ভারত বধের জন্য তৈরি বিশ্বের এক নম্বর টেস্ট বোলার রাবাদাও। তাই কি অশ্বিনও পেসে ঝুঁকলেন! 


আরও পড়ুন- ডনকে ছাপিয়ে বিশ্বসেরা আফগান বালক