নিজস্ব প্রতিবেদন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে হোয়াইটওয়াশ বাঁচিয়েছে টিম ইন্ডিয়া। আর তা সম্ভব হয়েছে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজার রেকর্ড পার্টনারশিপের সৌজন্যে। এই দুই ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি। বলে দিলেন হার্দিক-জাদেজা লম্বা রেসের ঘোড়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ক্যানবেরার মানুকা ওভালে ব্যাট হাতে বাইশ গজে জ্বলে ওঠেন হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা জুটি। ষষ্ঠ উইকেটে ঝড় তোলেন তাঁরা। ১০৮ বলে ১৫০ রান তোলে এই জুটি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ষষ্ঠ উইকেটে সর্বাধিক রানের পার্টনারশিপ করে ফেলেন এই ভারতীয় জুটি।
 মূলত হার্দিক-জাদেজা জুটি ভারতের রানকে তিনশোর ওপরে তুলে নিয়ে যায়। যা শেষ একদিনের ম্যাচে ভারতের জয়ের ভিত গড়ে দেয়।


 




অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারলেও শেষ ম্যাচে ভারতীয় দলের জয়ের পর টুইট করে সৌরভ গাঙ্গুলি লিখেছেন.... জাদেজা এবং পান্ডিয়া ভারতীয় দলের জন্য লম্বা রেসের ঘোড়া।


 


আরও পড়ুন - বিরাট কোহলিকে স্যালুট জানালেন গম্ভীর! কিন্তু কেন?