Ravindra Jadeja, BGT 2023: নাগপুরের পিচ র্যাঙ্ক টার্নার নয়, মাঠের বাইরেও অজিদের পুঁতে দিলেন জাদেজা
Ravindra Jadeja: দেশের হয়ে খেলার তাগিদ, ফের একবার বাইশ গজে পারফর্ম করার তাগিদ থাকলেই মনে মানুষ এমন পাগলামি করে! যেমনটা জাদেজা করেছেন। পুরনো দাপট বজায় রেখে ফিরে আসার জন্য গত কয়েক মাসের প্রতিটি দিন গড়ে ১০-১২ ঘন্টা বোলিং করতেন! অনেকের কাছে এটা অবিশ্বাস্য বলে মনে হলেও, এটাই সত্যি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বর্ডার গাভাসকর ট্রফি (Border Gavaskar Trophy 2023) শুরু হওয়ার আগে থেকেই বিতর্কের কেন্দ্রে নাগপুরের বাইশ গজ। প্যাট কামিন্সের (Pat Cummins) অস্ট্রেলিয়া (Australia) কিন্তু বিদর্ভ ক্রিকেট স্টেডিয়ামের (Vidarbha Cricket Stadium) বাইশ গজ নিয়ে নেতিবাচক মন্তব্য করেনি। তবে অজি মিডিয়া এই পিচকে 'র্যাঙ্ক টার্নার' আখ্যা দিয়েছে। বাইশ গজের যুদ্ধে পারফর্ম করে ইতিমধ্যেই জবাব দিয়েছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। এবার পিচ বিতর্ক নিয়েও অজিদের পুঁতে দিলেন 'স্যর জাদেজা'। লেখা ভালো পিচ নিয়ে যাবতীয় অভিযোগ উড়িয়ে দিলেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা অলরাউন্ডার।
প্রথম দিনের খেলার শেষে সাংবাদিক বৈঠকে এসেছিলেন জাড্ডু। তিনি বলেছেন, "এটা মোটেই র্যাঙ্ক টার্নার নয়। বাকি পিচগুলোর সঙ্গে তুলনা করলে বলতে পারি, এই পিচ একটু ধীর গতির এবং কম বাউন্স পাওয়া যায়। আমার মতে, এখানে ডিফেন্স করা খুব একটা কঠিন কাজ নয়। তবে যত দিন যাবে, তত পিচ কঠিন হবে। মাথায় রাখতে হবে, এটাই টেস্ট ক্রিকেটের মাহাত্ম্য।" এরপর তিনি আরও বলেছেন, "সব বল ঘুরছিল না। তাই পিচ অন্য ভাবে ব্যবহার করেছি। চাইছিলাম বিপক্ষের ব্যাটারদের মনে সন্দেহ তৈরি করতে, যাতে ওরা ভুল করতে বাধ্য করে। যদি কোনও ভাবে ওরা এগিয়ে এসে মারতে চায়, তা হলে সুযোগ থাকবে। সেটাই হয়েছে স্মিথ ও লাবুশেনের ক্ষেত্রে। বল মাটিতে পড়ার পর ঘুরেছে। এবং ওরা আউট হয়েছে।"
দেশের হয়ে খেলার তাগিদ, ফের একবার বাইশ গজে পারফর্ম করার তাগিদ থাকলেই মনে মানুষ এমন পাগলামি করে! যেমনটা জাদেজা করেছেন। পুরনো দাপট বজায় রেখে ফিরে আসার জন্য গত কয়েক মাসের প্রতিটি দিন গড়ে ১০-১২ ঘন্টা বোলিং করতেন! অনেকের কাছে এটা অবিশ্বাস্য বলে মনে হলেও, এটাই সত্যি।
আরও পড়ুন: KL Rahul, BGT 2023: রাহুলের আউট হওয়ার ধরন দেখে খেপে লাল রোহিত! উত্তাল সোশ্যাল মিডিয়া
প্রায় পাঁচ মাস পরে কামব্যাক করেই জাড্ডু তুলে নিয়েছেন ৪৭ রানে ৫ উইকেট। তাঁর 'ফাইভস্টার' পারফরম্যান্সের জন্যই অস্ট্রেলিয়াকে মাত্র ১৭৭ রানে গুটিয়ে, প্রথম টেস্টেই চালকের আসনে টিম ইন্ডিয়া। সেটা সবাই দেখেছেন। তবে জাদেজার লড়াই কিন্তু সবাই দেখেননি।
সেটা মনে করিয়ে প্রথম দিনের শেষে জাদেজা বলেন, "যেভাবে বোলিং করেছি, তাতে আমি খুবই খুশি। চোট সারিয়ে পাঁচ মাস পর টেস্ট ক্রিকেট খেলা খুবই কঠিন। তবে আমি নিজের বোলিং উপভোগ করি। আর তাই এমন পারফরম্যান্স করতে পারলাম। অবশ্য এখানে ফিটনেসও বড় ভূমিকা নিয়েছিল। প্রতিদিন অন্তত ১০-১২ ঘণ্টা বোলিং করতাম। সেইজন্য আত্মবিশ্বাস আরও বেড়ে গিয়েছিল।"
অজিদের বিরুদ্ধে খেলতে নামার আগে জাদেজাকে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে দেখা গিয়েছিল। সৌরাষ্ট্রের হয়ে সেই ম্যাচে নেমেছিলেন বাঁহাতি অলরাউন্ডার। তামিলনাড়ুর বিরুদ্ধে সৌরাষ্ট্র হারলেও, নজর কেড়েছিলেন জাদেজা। দুই ইনিংসে মোট ৪১ ওভার হাত ঘুরিয়ে ১০১ রান দিয়ে নিয়েছিলেন ৮ উইকেট। ঘরোয়া ক্রিকেটের সেই ম্যাচই তাঁর আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল। পাঁচ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করে জাদেজা বুঝিয়ে দিলেন যে, তিনি যে কোনও ফরম্যাটেই আজও ভারতের 'রকস্টার'। একাই তুলে নিলেন পাঁচ উইকেট। তাঁর স্পিনের ঘূর্ণিতেই আটকে গেল অস্ট্রেলিয়া।