২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টিম ইন্ডিয়ার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) নাম লেখা হয় ইতিহাসের পাতায়। কপিল দেবের (Kapil Dev) পর দ্বিতীয় ভারতীয় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ উইকেট ও ৫০০০ রানের মালিক হলেন তিনি। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে (Holkar Stadium) চলতি ভারত-অস্ট্রেলিয়া চার ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ চলছে। বৃহস্পতিবার অর্থাৎ ইন্দোর টেস্টের প্রথম দিনেই এই রেকর্ড করেন বিশ্বের এক নম্বর টেস্ট অলরাউন্ডার। প্রথম দিন জাদেজার ঝুলিতে এসেছিল চার উইকেট। ট্র্যাভিস হেডকে ফেরাতেই টেস্ট ক্রিকেটে ২৬০ তম উইকেটের মালিক হয়ে যান জাদেজা। এর সঙ্গেই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটের সংখ্যা ৫০০ ছাপিয়ে যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জাদেজার ১৮৯টি উইকেট রয়েছে ১৭১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে। গড় ৩৭.৩৬। ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে জাদেজার ৬৪ ম্যাচে রয়েছে ৫১ উইকেট। জাদেজার ব্যাটে বহুবার ভারত কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে। জাদেজার টেস্টে ২৬১৯ রান রয়েছে। গড় ৩৬.৮৮। জাদেজার তিনটি সেঞ্চুরি রয়েছে লাল বলের ক্রিকেটে। অপরাজিত ১৭৫ সর্বোচ্চ স্কোর তাঁর। জাদেজা ১৭১টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে ২৪৪৭ রান করেছেন। ৩২.৬২ তাঁর গড়। ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে দেশের হয়ে জাদেজা করেছেন ৬৪ ম্যাচে ৪৫৭ রান। টেস্টে কপিলের রয়েছে ৫২৪৮ রান। গড় ৩১.০৫। আটটি সেঞ্চুরি ও ২৭টি ফিফটি রয়েছে ৮৩-র বিশ্বকাপ জয়ী অধিনায়কের। দেশের হয়ে ৫০ ওভারের ক্রিকেটে কপিল ৩৭৮৩ রান করেছেন। গড় ২৩.০৯। ১৪টি ফিফটি ও একটি সেঞ্চুরি রয়েছে। 


আরও পড়ুনJasprit Bumrah Health Update: অস্ত্রোপচারের জন্য উড়ে যাচ্ছেন নিউজিল্যান্ড, বিশ্বকাপের আগে মাঠে নামতে পারবেন না বুমরা

জাদেজা-কপিল ছাড়া এলিট তালিকায় রয়েছে দক্ষিণ আফ্রিকার জ্যাক কালিস (২৫, ৫৩৪ রান ও ৫৭৭ উইকেট), শন পোলক (৭,৩৮৬ রান ও ৮২৯ উইকেট) ও পাকিস্তানের ইমরান খান (৭৫১৬ রান ও ৫৪৪ উইকেট), ওয়াসিম আক্রম (৬৬১৫ রান, ৯১৬ উইকেট), শাহিদ আফ্রিদি (১১, ১৯৬ রান ও ৫৪১ উইকেট), ইংল্যান্ডের স্যার ইয়ান বথাম (৭৩১৩ রান, ৫২৮ উইকেট), শ্রীলঙ্কার চামিন্ডা ভাস (৫১১৪ রান ও ৭৫৫ উইকেট), নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেটরি (৬৯৮৯ রান ও ৬৬৭ উইকেট), বাংলাদেশের শাকিব আল হাসান (১৩, ৪৪৫ রান ও ৬৫৩ উইকেট)
 
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারত ২-০ এগিয়ে আছে। নাগপুরে প্রথম ম্যাচে ভারত ইনিংস ও ১৩২ রানে জিতেছিল। এবার দেশের রাজধানীতেও জয়ধ্বজা ওড়াল টিম ইন্ডিয়া। রোহিত শর্মা অ্যান্ড কোং দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্যাট কামিন্সদের হারিয়েছিল ৬ উইকেটে। এবারও ওই আড়াই দিনে খেলা শেষ। নাগপুর (দুই ইনিংস মিলিয়ে সাত উইকেট ও ব্যাট হাতে ৭০ রান) ও দিল্লিতে (দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট ও ব্যাট হাতে ২৬ রান) ভারতের জয়ের অন্যতম বড় কারিগর ছিলেন জাদেজা। ব্যাক-টু-ব্যাক ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছেন।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)