IPL 2022, Ravindra Jadeja: জাদেজা বলছেন ধোনির জন্যই তিনি নতুন দায়িত্ব নিয়ে ভাবিত নন!
রবীন্দ্র জাদেজা ( Ravindra Jadeja) সাফ জানিয়ে দিলেন যে, দলে এমএস ধোনি (MS Dhoni) আছেন বলেই তিনি ভাবছেন না বেশি কিছু।
নিজস্ব প্রতিবেদন: সেই ২০১২ সাল থেকে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) অবিচ্ছেদ্য় অঙ্গ রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। মাঝে শুধু এক মরশুমের (২০১৬-১৭) জন্য তিনি গিয়েছিলেন গুজরাত লায়ন্সে (Gujarat Lions)। টিম ইন্ডিয়ার সুপারস্টার ও বিশ্বের এক নম্বর টেস্ট অলরাউন্ডার এবার থেকে সামলাবেন সিএসকে-র (CSK) দায়িত্ব।
বৃহস্পতিবার দুপুরে এমএস ধোনি (MS Dhoni) ক্যাপ্টেনসির ব্যাটন তুলে দিয়েছেন জাদেজার হাতে। নতুন দায়িত্ব পেয়ে একেবারেই ভাবিত নন জাড্ডু। তাঁর কারণ হিসাবে তিনি বলছেন, দলে ধোনির উপস্থিতি। অধিনায়ক হওয়ার পর জাদেজার প্রতিক্রিয়ার ভিডিও পোস্ট করেছে সিএসকে। সেখানে নতুন সেনাপতি বলছেন,"একই সঙ্গে ভাললাগছে, আবার এটাও ভাবছি যে, বড় জুতোয় পা গলাতে হবে। মাহি ভাই চেন্নাই সুপার কিংসে একটা ঐতিহ্য তৈরি করে দিয়েছে। আমাকে সেটাই এগিয়ে নিয়ে যেতে হবে। যদিও আমি অধিনায়কত্ব নিয়ে খুব একটা ভাবছি না। কারণ ধোনি দলের সঙ্গে ছিল এবং আছে। যখনই কোনও প্রশ্ন করার হবে, আমি করতে পারব। সকলকে ধন্যবাদ এই অধিনায়ক হওয়ার জন্য আমাকে শুভেচ্ছা ও ভালবাসা জানানোর জন্য। আমাদের এভাবেই সমর্থন করতে থাকবেন। চিয়ার্স।"
ধোনির নেতৃত্বে চেন্নাই চারবার আইপিএল খেতাব ও দু'বার চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ জিতেছে। গত মরশুমেও ধোনির নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয় 'ইয়েলো আর্মি'। ৯ বার ফাইনালে তুলেছেন টিমকে। ধোনির জয়ের শতকরা হার ছিল ৫৯.৯ শতাংশ। চেন্নাই এই মরশুমে জাদেজা (১৬ কোটি), ধোনি (১২ কোটি), রুতুরাজ গায়কোয়াড় (৬ কোটি) ও মইন আলিকে (৮ কোটি) রিটেইন করেছিল। জাদেজার থেকে ধোনি চার কোটি টাকা কমেই চুক্তিবদ্ধ হন। জাদেজার সামনে এখন বড় চ্যালেঞ্জ।
আরও পড়ুন: IPL 2022, Mohammad Nabi: অনন্য টি-২০ ইতিহাসের সামনে নাইটদের এই আফগান অলরাউন্ডার
আরও পড়ুন: IPL 2022, Ravindra Jadeja: সিএসকে-র নতুন অধিনায়ককে নিয়ে কী বলছেন বাইশ গজের মহারথীরা?